বরিশালে ব্রাজিলকে ১ গোলে হারিয়েছে আর্জেন্টিনা

ডিসেম্বর ০৪ ২০২২, ১৪:৫১

নিজস্ব প্রতিবেদক, বরিশাল:: বিশ্বকাপ ফুটবলে কাঁপছে বিশ্ব। মাঠে লড়ছে আর্জেন্টিনা-ব্রাজিলসহ অন্য দলগুলো।

অন্য দেশের মতো সেই ঢেউ এসে পড়েছে বাংলাদেশেও। কাতারে যখন অস্ট্রেলিয়ার বিপক্ষে ২-১ গোলে জয় এসেছে আর্জেন্টিনার; তার মাত্র কয়েক ঘণ্টা আগে বরিশালেও একই ব্যবধানে ব্রাজিলের বিপক্ষে জয় পেয়েছে তারা।

শনিবার বিকেলে নগরীর ব্রজমোহন স্কুল মাঠে একটি কোচিং সেন্টারের উদ্যোগে আর্জেন্টিনা ও ব্রাজিল সমর্থকদের এই প্রীতি ম‌্যাচ অনুষ্ঠিত হয়।

৯০ মিনিটের খেলায় দুটি গোল দিয়েছে আর্জেন্টিনা, একটি দিয়েছে ব্রাজিল। তবে ব্রাজিল সমর্থকদের দাবি, এখানের খেলায় ব্রাজিল হারলেও এবারের বিশ্বকাপ ব্রাজিলই নেবে।

আর্জেন্টিনা ও ব্রাজিলের জার্সি পরে ২২ জনের দুই দল খেলা শুরু করে। প্রথমার্ধে দুই দল একটি করে গোল করে। শেষার্ধে আর্জেন্টিনা দল ফ্রি কিকে আরও একটি গোল দেয়। এরপর আর ব্রাজিল দল কোনো গোল করতে পারেনি।

আয়োজক কোচিং সেন্টারটির পরিচালক তারেক হাসান বলেন, ‘আমি ব্রাজিলের সমর্থক এবং এই ম‌্যাচের খেলোয়াড়ও।

পুরো বিশ্বে বিশ্বকাপ জ্বর। আর এই ফুটবলে চিরপ্রতিদ্বন্দ্বী দুটি দল আর্জেন্টিনা ও ব্রাজিল। বেশ আনন্দমুখর পরিবেশে খেলাটি অনুষ্ঠিত হয়েছে।’

কোচিং সেন্টারের সহকারী পরিচালক এনামুল আকন বলেন, ‘আর্জেন্টিনার চির প্রতিদ্বন্দ্বী ব্রাজিল। আর এই দুই দলের সমর্থকরা ভাগ হয়ে দুটি দল করেছে। যারা যে দলের সাপোর্টার তারা সেই দলের জার্সি পরে খেলায় অংশগ্রহণ করেছেন।

আমি আর্জেন্টিনার সাপোর্টার, আমিও প্রিয় দলের জার্সি পরে খেলায় অংশ নিয়েছি। সবশেষ এখানে আমরা জিতেছি। আশা করছি প্রিয় দল এবারের বিশ্বকাপ জয় করবে।’

আর্জেন্টিনার গোল কিপার সুজয় বলেন, ‘আমরা খেলা বুঝি তাই জিতেছি। যারা খেলা বোঝে না, তারাই ব্রাজিলের সাপোর্ট করে।’

ব্রাজিলের ডিফেন্ডার তারেক রাব্বি বলেন, ‘ব্রাজিল বিশ্বের সেরা ফুটবল দল। এখানে হার-জিতটা কোনো বিষয় না।’খেলা দেখতে আসা দর্শকদের মধ্যে আর্জেন্টিনা ও ব্রাজিলকে নিয়ে উত্তেজনা দেখা যায়।

মারুফ হোসেন নামের এক দর্শক বলেন, ‘আর্জেন্টিনা ও ব্রাজিলের খেলা এবারে বরিশালে প্রথম দেখলাম। খুব ভালো লাগছে। এবারের বিশ্বকাপ ব্রাজিল নিবে, এটা কনফার্ম।’

প্রীতি ম‌্যাচের প্রধান অতিথি সরকারি ব্রজমোহন কলেজ শিক্ষক পরিষদের সহসম্পাদক আব্দুর রহিম বলেন, ‘খেলাধুলাও শিক্ষার অংশ।

পুরো বিশ্বই তো এখন ফুটবল নিয়ে ব‌্যস্ত। আর সেই ব‌্যস্ততা আমাদের বরিশালেও কম নয়। আর্জেন্টিনা ও ব্রাজিলের ম‌্যাচ মানেই টানটান উত্তেজনা। আর সেটা এখানেও দেখতে পেলাম।’

খেলা শেষে প্রথমে রানার আপ ব্রাজিলকে ট্রফি তুলে দেয়া হয়, পরে বিজয়ী আর্জেন্টিনা দলকে চ‌্যাম্পিয়ন ট্রফি তুলে দেন অতিথিরা। এরপর উল্লাস করে আর্জেন্টিনার খেলোয়াড়রা।

এদিন বিকেলে বরিশাল নগরীতে মোটরসাইকেল শোভাযাত্রা করেছেন আর্জেন্টিনার সমর্থকরা। বাংলাদেশ ব‌্যাংকের সামনে থেকে শুরু করে বঙ্গবন্ধু উদ‌্যানে গিয়ে শেষ হয় এটি। এতে সমর্থকরা আর্জেন্টিনার বিশাল পতাকাসহ কয়েক শ মোটরসাইকেল নিয়ে অংশ নেন।

মোটরসাইকেল শোভাযাত্রায় অংশ নেয়া পুলিশলাইন এলাকার বাসিন্দা সাইফুল ইসলাম বলেন, ‘আর্জেন্টিনা বিশ্বের সেরা ফুটবল দল।

যে দলে বিশ্বসেরা মেসি, দি মারিয়া, ফার্নান্দেজ, ডি পলের মতো প্লেয়ার রয়েছেন, সেখানে বিশ্বকাপ অন‌্য কোনো দলে যাওয়ার সুযোগ নেই।’

আ/ মাহাদী

সংবাদটি শেয়ার করুন....

আমাদের ফেসবুক পাতা

আজকের আবহাওয়া

পুরাতন সংবাদ খুঁজুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১৩১৫১৬
১৯২০২১২২২৩
২৪২৫২৬২৭৩০

এক্সক্লুসিভ আরও