ভোলায় পানিতে ডুবে দুই চাচাতো বোনের মৃত্যু

অক্টোবর ৩০ ২০২৫, ২০:১৫

ভোলা প্রতিনিধি: ভোলার লালমোহনে গোসল করতে গিয়ে পুকুরের পানিতে ডুবে সানজিদা (৮) ও সামিরা (৭) নামের দুই চাচাতো বোনের মর্মান্তিক মৃত্যু হয়েছে।

বৃহস্পতিবার (৩০ অক্টোবর) দুপুরে উপজেলার ফরাজগঞ্জ ইউনিয়নের ৬নং ওয়ার্ডের আনন্দবাজার সংলগ্ন মিঝি বাড়িতে এ ঘটনা ঘটে।

নিহতরা হলেন ওই গ্রামের আলাউদ্দিনের মেয়ে সানজিদা বেগম এবং মোসলেউদ্দিনের মেয়ে সামিরা বেগম।

পরিবার জানায়, দুপুরে গোসল করার জন্য সানজিদা ও সামিরা পুকুরে গেলে অসাবধানতাবশত তারা দু’জনে ডুবে যায়। পরে পরিবারের সদস্যরা তাদের দেখতে না পেয়ে খোঁজাখুজি করলে পুকুরের পানিতে ভেসে থাকতে দেখেন। এরপর স্থানীয়দের সহযোগিতায় তাদের দু’জনকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

লালমোহন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সিরাজুল ইসলাম বলেন, ‘দুই শিশুর পানিতে ডুবে মৃত্যুর খবর পেয়েছি। ঘটনাস্থলে একটি পুলিশ টিম পাঠানো হয়েছে। পরিবারের কোন অভিযোগ না থাকায় লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।’

সংবাদটি শেয়ার করুন....

আমাদের ফেসবুক পাতা

আজকের আবহাওয়া

পুরাতন সংবাদ খুঁজুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১৩১৫১৬
১৯২০২১২২২৩
২৪২৫২৬২৭৩০

এক্সক্লুসিভ আরও