বরিশালে বজ্রপাতে ডিলার আনোয়ার আকন আহত, গরু নিহত
মে ২৪ ২০২৩, ২০:৩৭
নিজস্ব প্রতিবেদকঃ বরিশাল চরবাড়িয়া ইউনিয়ন লামচরী এলাকায় বজ্রপাতে একটি গরুসহ আনোয়ার আকন নামে এক চাউলের ডিলার আহত হয়েছে।
স্থানীয়রা জানান, আজ (২৪মে) বুধবার দুপুরে গুড়ি গুড়ি বৃষ্টির সময় আনোয়ার আকন বাসায় যাওয়ার পথে ফকির স্কুল এর সামনে বজ্রপাতে গুরুতর আহত হয়।
সেখান থেকে আশংকাজনক অবস্থায় গুরুতর আহতস্থায় আনোয়ার আকনকে বরিশাল শেবাচিম হাসপাতালে ভর্তি করা হয়েছে।
এছাড়াও পার্শবর্তী এলাকার হাওয়া বেগম নামে এক গৃহীনির একটি গরু বজ্রপাতে মৃত্যু হয় আহত আনোয়ার আকন চরবাড়িয়া ইউনিয়ন ৮নং ওয়ার্ড উত্তর লামচরী গ্রামের সরকারি চাউলের ডিলার ও আব্দুল মান্নান আকনের পুত্র। বিষয়টি নিশ্চিত করেন, কাউনিয়া থানা ওসি (তদন্ত) কর্মকর্তা হরিদাস নাগ।