পিরোজপুরে ১ কোটি ২০ লাখ টাকার ইয়াবাসহ যুবক আটক

নভেম্বর ১৭ ২০২৫, ২১:৩৬

পিরোজপুর শহর থেকে ১ কোটি ২০ লাখ টাকা মূল্যের নেশা জাতীয় দ্রব্য ইয়াবার এক বিশাল চালানসহ এক যুবককে আটক করেছে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)।

রোববার শহরের একটি মার্কেট থেকে মিজানুর জামান (৪৮) নামের ওই যুবকের কাছ থেকে ৬০ হাজার পিস ইয়াবা আটক করা হয়। ওই মাদক ব্যবসায়ীর বাড়ি বাগেরহাটের কচুয়া উপজেলার টেংরাখালী গ্রামে। তিনি মৃত নুরুজ্জামান ফকিরের ছেলে।

রোববার সন্ধ্যায় পুলিশ সুপারের কার্যালয়ে অনুষ্ঠিত ব্রিফিংয়ে অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম) মো. জিয়াউর রহমান জানান, গোপন সংবাদের ভিত্তিতে ডিবির ওসি মো. আরিফুল ইসলাম এবং উপ-পরিদর্শক মো. শহিদুল ইসলামের নেতৃত্বে ডিবি পুলিশের একটি দল শহরের কাপুরিয়াপট্টি এলাকার একটি মার্কেটের চতুর্থ তলায় অভিযান চালায়। সেখানে মিজান একটি কক্ষ ভাড়া নিয়ে অবস্থান করছিল এবং ইয়াবার কারবার করছিল। ওই কক্ষ থেকে প্যাকেটে মোড়ানো ৬০ হাজার পিস ইয়াবা উদ্ধার করা হয়।

ওই পুলিশ কর্মকর্তা আরও জানান, এ ঘটনায় ডিবি পুলিশের উপ-পরিদর্শক মো. মহিদুল ইসলাম মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে পিরোজপুর সদর থানায় মামলা দায়ের করেছেন।

পিরোজপুরে উদ্ধার হওয়া ইয়াবার মধ্যে এটিই এখন পর্যন্ত সবচেয়ে বড় চালান, যার বাজার মূল্য প্রায় ১ কোটি ২০ লাখ টাকা বলে জানান এ পুলিশ কর্মকর্তা।

সংবাদটি শেয়ার করুন....

আমাদের ফেসবুক পাতা

আজকের আবহাওয়া

পুরাতন সংবাদ খুঁজুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১৩১৫১৬
১৯২০২১২২২৩
২৪২৫২৬২৭৩০

এক্সক্লুসিভ আরও