হাসিনার ফাঁসির রায়ের খুশিতে

মিষ্টি বিতরণকালে ছাত্র দলের দু’গ্রুপের সংঘর্ষ॥ ছাত্রদলকর্মী নিহত

নভেম্বর ১৮ ২০২৫, ০২:৪৮

বরিশাল ॥ ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার মৃত্যুদণ্ডের রায় ঘোষনার পর বরিশালের বাবুগঞ্জে মিষ্টি বিতরনকে কেন্দ্র করে ছাত্রদলের দু’গ্রুপের সংঘর্ষের ঘটনা ঘটে। এ সময় রবিউল ইসলাম নামে এক ছাত্রদলকর্মী নিহত হন। পাশিপাশি আহত হন আরো আটজন ছাত্রদলের কর্মী।

ঘটনাটি সোমবার (১৭ নভেম্বর) সন্ধ্যায় উপজেলার জাহাঙ্গীর নগর (আগরপুর) ইউনিয়নে ঘটে। তবে নিহত রবিউল ইসলাম জাহাঙ্গীর নগর ইউনিয়ন ছাত্রদলের কর্মী।

এই তথ্য নিশ্চিত করে বাবুগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জহিরুল ইসলাম বলেন, মিষ্টি বিতরণ অনুষ্ঠানে দাওয়াত পাওয়া না পাওয়া নিয়ে দ্বন্দ্বের জেরে দুগ্রুপের সংঘর্ষ হয়। এতে ওই রবিউল ইসলাম নিহত হন। এ সময় আটজন আহত হয়েছেন।

নিহতের মরদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ (শেবাচিম) হাসপাতাল মর্গে প্রেরন করা হয়েছে। এ ছাড়া আহতদেরও একই হাসপাতালে ভর্তি করা হয়েছে ।

উল্লেখ্য, জুলাই আন্দোলনের সময়ে সংঘটিত মানবতাবিরোধী অপরাধের মামলায় দোষী সাব্যস্ত করে সোমবার (১৭ নভেম্বর) আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খানকে মৃত্যুদণ্ড দেয়া হয়েছে।

এ সময় সাবেক পুলিশপ্রধান চৌধুরী আবদুল্লাহ আল–মামুনকে পাঁচ বছর কারাদণ্ড দেয়া হয়। শেখ হাসিনার অনুপস্থিতিতে এই রায় হয়। অভ্যুত্থানে ক্ষমতাচ্যুত হয়ে গত বছরের ৫ আগস্ট তিনি দেশ ছেড়ে ভারতে আশ্রয় নেন।

সংবাদটি শেয়ার করুন....

আমাদের ফেসবুক পাতা

আজকের আবহাওয়া

পুরাতন সংবাদ খুঁজুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১৩১৫১৬
১৯২০২১২২২৩
২৪২৫২৬২৭৩০

এক্সক্লুসিভ আরও