বিসিসির উন্নয়নে সর্বাধিক চেস্টা করেছি-বিদায়ী প্রশাসক
নভেম্বর ১৭ ২০২৫, ১৮:০৬
বরিশালঃ বরিশালে বেদখলকৃত সাড়ে ৩ একর সরকারি খাস জমি উদ্ধারসহ নগর উন্নয়নে একাধিক পদক্ষেপ হাতে নিয়ে অসমাপ্ত করেই চলে যেতে হচ্ছে বিসিসির প্রশাসক ও বিভাগীয় কমিশনার মোঃ রায়হান কাওসার কে।
বরিশাল রিপোর্টার্স ইউনিটির সাধারণ সম্পাদক খালিদ সাইফুল্লাহর নেতৃত্বে একটি প্রতিনিধি দল তার সাথে সৈজন্য স্বাক্ষাতে গেলে এ কথা বলেন। প্রশাসক রায়হান কাওসার আরো বলেন, নগরীতে হারিয়ে যাওয়া ১১ টি খালের মধ্যে ৪৩ কিলোমিটার খালের জমি উদ্ধার করে পুনরায় খালের পানি প্রবাহ সচল করা হয়েছে। একই সাতে খালগুলো খুব দ্রুত সময়ের মধ্যে খননের জন্য ১৫ কোটি টাকা বরাদ্ধ নেয়া হয়েছ।
নতুন প্রশাসক যোগদান করেই খালগুলো খনন কাজ করতে পারে সে বিষয় সহযোগিতা চেয়েছেন বরিশাল বাসীর কাছে। বিসিসি তত্ববধায়নে একটি ব্লক কারখানা পরিকল্পনা রয়েছে যা নতুন প্রশাসক বাস্তবায়ন করলে পরিবেশের ভারসম্য রক্ষা পাবে। এছাড়াও নগরী পরিস্কার করার জন্য আমার (প্রশাসক) সর্বাত্বক চেস্টা ছিলো। এতে বর্ষায় নগরী কখনোই জলমগ্ন হয়নী।
তিনি আরো বলেন, ২ মাস আগেও প্লান পাশ হলেও বিসিসির অনেকেই তা গোপন রেখেছে কারন এতে করে তারা বাড়তি আয় করতে পারবেনা। আবার অনেকের এনওসির জটিলতাও দুর করেছি।
সর্বপরি আমি আইনের মানুষ হিসেবে আইনের মধ্যে থেকেই সকল কর্মকান্ড করার চেস্টা করেছি। তার পরেও আমার কর্মকান্ডে যদি কেহ কস্ট পেয়ে থাকে তাদের কাছে ক্ষমার প্রার্থনা করেন এই বিদায়ী প্রশাসক।









































