গৃহবধুকে ধর্ষন মামলার প্রধান আসামি যুবলীগ নেতার ছেলে গ্রেপ্তার
নভেম্বর ১৬ ২০২৫, ১৮:৫০
বরিশাল : বরিশালের আগৈলঝাড়া উপজেলার রাজিহার ইউনিয়নের বড় বাশাইল গ্রামের এক গৃহবধুকে (১৯) ধর্ষন মামলার প্রধান আসামিকে নারায়নগঞ্জের সিদ্ধিরগঞ্জ থানা এলাকা থেকে গ্রেপ্তার করেছে থানা পুলিশ। গ্রেপ্তারকৃত আসামিকে রবিবার (১৬ নভেম্বর) দুপুরে আদালতের মাধ্যমে জেলহাজতে প্রেরন করা হয়েছে।
মামলা সূত্রে জানা গেছে, উপজেলার রাজিহার ইউনিয়নের বড় বাশাইল গ্রামের এক গৃহবধূকে দীর্ঘদিন থেকে কু-প্রস্তাব দিয়ে আসছিল একই এলাকার বাসিন্দা ও উপজেলা যুবলীগের সভাপতি সাইদুল সরদারের ছেলে আব্দুল্লাহ সরদার (২০)।
তার কু-প্রস্তাবে রাজি না হওয়ায় চলতি বছরের ৩ অক্টোবর বিকেলে গৃহবধূর বাড়িতে কেউ না থাকার সুযোগে আব্দুল্লাহ ও তার দুই সহযোগি গৃহবধূর ঘরের দরজা ভেঙে ঘরে প্রবেশ করে। একপর্যায়ে বখাটে আব্দুল্লাহ সরদার জোরপূর্বক ওই গৃহবধূকে ধর্ষণ করে। এসময় গৃহবধূর চিৎকারে প্রতিবেশীরা এগিয়ে আসলে বখাটেরা পালিয়ে যায়।
এ ঘটনায় নির্যাতিতা গৃহবধু বাদি হয়ে ৪ অক্টোবর আগৈলঝাড়া থানায় একটি মামলা দায়ের করেন। মামলার পর প্রধান আসামি আব্দুল্লাহ সরদার আত্মগোপন করলেও তাৎক্ষণিক থানা পুলিশ অভিযান চালিয়ে মামলার অপর আসামি একই এলাকার শাহীন মৃধার ছেলে আইয়ুব আলী মৃধাকে নিজ এলাকা থেকে গ্রেপ্তার করে।
আগৈলঝাড়া থানার ওসি মো. অলিউল ইসলাম বলেন, মামলার পর প্রধান আসামি আব্দুল্লাহ সরদার আত্মগোপনে ছিলো। পরবর্তীতে গোপন সংবাদের ভিতিত্তে থানা পুলিশ শনিবার (১৫ নভেম্বর) বিকেলে নারায়নগঞ্জ জেলার সিদ্ধিরগঞ্জ থানা এলাকা থেকে তাকে গ্রেপ্তার করেছে। গ্রেপ্তারকৃতকে রবিবার আদালতের মাধ্যমে জেলহাজতে প্রেরণ করা হয়েছে।









































