আগৈলঝাড়ায় আওয়ামী লীগ নেতা গ্রেপ্তার
নভেম্বর ১৬ ২০২৫, ১৮:৩৮
বরিশাল : বরিশালের আগৈলঝাড়া থানা পুলিশ বিশেষ অভিযান চালিয়ে কার্যক্রম নিষিদ্ধ ইউনিয়ন আওয়ামী লীগের এক নেতাকে গ্রেপ্তার করেছে। রবিবার (১৬ নভেম্বর) দুপুরে গ্রেপ্তারকৃতকে আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়েছে।
থানা পুলিশ সূত্রে জানা গেছে, ২০২২ সালের ১৩ নভেম্বর বিকেলে আগৈলঝাড়া উপজেলা ছাত্রদলের সদস্য সচিব রাতুল ইসলাম শাহেদকে গৈলা বাজারে বসে আওয়ামী লীগের নেতাকর্মীরা মারধর করে তার মোটরসাইকেল ভাঙচুর করে ছিনিয়ে নিয়ে যায়।
ওই ঘটনায় দায়ের করা মামলার আসামি উপজেলার রত্মপুর ইউনিয়ন আওয়ামী লীগের ত্রাণ ও সমাজকল্যাণ বিষয়ক সম্পাদক মো. রুহুল আমিন সেরনিয়াবাতকে (৪৬) রবিবার ভোরে পুলিশ অভিযান চালিয়ে গ্রেপ্তার করেছে।
থানার এসআই আব্দুল্লাহ আল মামুন জানান, গ্রেপ্তারকৃত রুহুল আমিন সেরনিয়াবাত উপজেলার বেলুহার গ্রামের মৃত.মৌজে আলী সেরনিয়াবাতের ছেলে।









































