বরিশালে পাঙ্গাস পোনা শিকারের দায়ে জেলের কারাদণ্ড

নভেম্বর ১৭ ২০২৫, ১৮:০১

নিজস্ব প্রতিবেদক ‍॥ নিষেধাজ্ঞা অমান্য করে মেঘনা নদী থেকে পাঙ্গাস মাছে পোনা শিকারের দায়ে এক জেলেকে একমাসের বিনাশ্রম কারাদণ্ড ও দুই হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। সোমবার বরিশালের হিজলা উপজেলার সহকারী কমিশনার (ভূমি) অভ্র জ্যোতি বড়াল এ রায় দেন।

দণ্ডিত মো. আপন মোল্লা (৪৫) শরিয়তপুরের গোসাইরহাট গ্রামের মো. লাল মিয়া মোল্লার ছেলে।

হিজলা উপজেলার জ্যেষ্ঠ মৎস্য কর্মকর্তা মোহাম্মদ আলম বলেন, নভেম্বর থেকে জুলাই পর্যন্ত দেশীয় প্রজাতির পাঙ্গাস মাছের ১২ ইঞ্চি পোনা আহরণ, পরিবহন ও ক্রয়-বিক্রয় নিষিদ্ধ। কতিপয় জেলে নিষেধাজ্ঞা উপেক্ষা করে বরশি দিয়ে মেঘনা নদী থেকে পাঙ্গাস ও রিটা মাছের পোনা শিকার করে। এসব মাছ শিকার বন্ধে মেঘনা নদীতে অভিযান করে বিপুল পরিমান বরশি ও ৫০ কেজি পাঙ্গাস ও রিটার পোনা জব্দ করা হয়। পাঙ্গাস পোনা নদীতে ছেড়ে দেয়া হয়েছে। বরশিসহ জেলে আপনকে ভ্রাম্যমাণ আদালতে হাজির করা হয়। সাজা পরোয়ানায় আপনকে কারাগারে পাঠানো হয়েছে। বরশি পুড়িয়ে ধ্বংস করা হবে।

সংবাদটি শেয়ার করুন....

আমাদের ফেসবুক পাতা

আজকের আবহাওয়া

পুরাতন সংবাদ খুঁজুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১৩১৫১৬
১৯২০২১২২২৩
২৪২৫২৬২৭৩০

এক্সক্লুসিভ আরও