বরিশালে শ্রমিকদের পল্টাপাল্টি অবস্থান, সড়ক অবরোধ ॥ উত্তেজনা
নভেম্বর ১৮ ২০২৫, ১৪:৫৬
বরিশাল ॥ বরিশালে অপসোনিন শ্রমিকদের দুই পক্ষের পাল্টা পাল্টি অবস্থান নিয়ে উত্তেজনাকর পরিস্থিতির বিরাজ করছে। শ্রমিকদের একটি পক্ষ চাকুরী পূর্নবহাল করার দাবিতে র্দীঘ ১৮ দিন ধরে অপসোনিন ফার্মাসিক্যাল লিমিটেড এর সামনে সড়ক অবরোধ করে আন্দোলন চালিয়ে আসছেন। অপর একটি পক্ষ কাজে যোগ দিতে অবস্থান নিয়েছে।
এ নিয়ে দু’ পক্ষের মধ্যে সকাল দুপুর পর্যন্ত উত্তেজনাকর পরিস্থিতির সৃষ্টি হয়।
মঙ্গলবার (১৮ নভেমবর) সকাল ১১ থেকে দুপুর পর্যন্ত নগরীর বগুড়া রোডের সড়ক অবরোধ করে অপসোনিন ফার্মাসিটিক্যাল কোম্পানীর আইভি ফ্লুইড বিভাগের শ্রমিকরা।
পরে সেখানে মালিক পক্ষ থেকে অপসোনিন ফার্মাসিটিক্যাল লিমিটেডের সিনিয়র এক্সিকিউটিভ অফিসার অনিন্দ কুমার সরকার সংবাদ সম্মেলন করে। সংবাদ সম্মেলনে মালিক পক্ষ থেকে জানানো হয়েছে, শ্রমআইন মেনে অপসোনিনের স্টোরিপ্যাক বিভাগের ৪৪৪ জন শ্রমিককে অবসান দেয়া হয়েছে। তাদের মধ্য ৫০ ভাগ শ্রমিক তাদের পাওনা বুঝে নিয়েছে। কিন্তু কিছু শ্রমিক ও বহিরাগতরা অন্য বিভাগের শ্রমিকদের কাজে যোগ দিতে বাধা প্রদান করছে।
তারা জানান, এতে করে কোম্পানীর উৎপাদন বন্ধ রয়েছে। যেহেতু ডেঙ্গুর বিস্তার বেরেছে তাই উৎপাদন বন্ধ থাকলে সামনে সংকট দেখা দেবে। কাজে যোগ দিতে আসা আইভি ফ্লুইড বিভাগের শ্রমিকরা বলছে, সকালে তারা কোম্পানীতে ঢুকতে গেলে তাদের উপর বাঁধা দেয়া হয়।
যাদের চাকুরী আছে তারা যেন কাজ করার সুযোগ পায় তার দাবি জানান তারা।
অন্যদিকে চাকুরীচ্যুত শ্রমিকরা বলছে, চাকুরী পূর্নবহাল না করা পর্যন্ত তারা আন্দোলন চালিয়ে যাবে। এদিকে শ্রমিকদের সড়ক অবরোধের কারনে ভোগান্তিতে পরেছে সাধারণ মানুষ। বগুড়া রোডের আশ পাশের সড়কে সৃষ্টি হচ্ছে তীব্র যানজটের।







































