নেছারাবাদে সরকারি প্রাথমিক বিদ্যালয়ে
শিক্ষকের অনুপস্থিতিতে পাঠদান ব্যাহত
নভেম্বর ১৯ ২০২৫, ১৯:৫৮
এম ইসলাম জাহিদ,পিরোজপুর ॥ নেছারাবাদ উপজেলার ৭২নং উত্তর ব্যাসকাঠী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ৫জন শিক্ষকের মধ্যে ২জন শিক্ষক দীর্ঘদিন ধরে বিদ্যালয় অনুপস্থিত থাকায় পাঠদান ব্যাহত হচ্ছে। এর ফলে বিদ্যালয়টিতে শিক্ষক সংকট চরমে। এমনটিই অভিযোগ করে আসছেন শিক্ষার্থীদের অভিবাবকবৃন্দ।
সরেজমিনে গিয়ে দেখা যায়, ঐ বিদ্যালয়ের প্রধান শিক্ষক বিউটি রানী ২বছরের অধিক সময় ধরে পাঠদান থেকে বিরত রয়েছেন।মাঝে মধ্যে এসে হাজিরা খাতায় স্বাক্ষর করে চলে যান বলে জানান, বিদ্যালয়ে উপস্হিত শিক্ষক এবং শিক্ষার্থীবৃন্দ। দূর্গা পূজার পর থেকে আজ-অব্দি বিদ্যালয়ে দেখা মেলেনি সহকারি শিক্ষক রানী খানমেরও। বিদ্যালয়ে উপস্থিত সহকারি শিক্ষক কনিকা সুতার জানান, রানী খানম পূজার আগে মাতৃত্বকালীন ছুটিতে ছিলেন।
এখন তিনি ঢাকায় অবস্থান করছেন। বিশ্বস্ত সূত্রে জানা যায়, ঢাকায় থাকাকালীন অবস্হায় তিনি তার মেডিকেল সনদ সহকারে একটি ছুটির আবেদন উপজেলা শিক্ষা কর্মকর্তা বরাবর পাঠিয়েছিলেন। রানী খানম সম্পর্কে শিক্ষার্থীদের সাথে কথা বলে জানা যায়, ম্যাডাম অনেকদিন পর্যন্ত বিদ্যালয়ে আসেন না বিদায় একসঙ্গে একাধিক ক্লাস নিতে হয়। শিক্ষার্থী অভিভাবক স্বর্না মন্ডল জানান, ওনার শ্বশুরবাড়ী ঢাকায় হওয়ার কারনে উনি নিয়মিত বিদ্যালয়ে আসতে পারেন না। আমার বাচ্চা এইবার পঞ্চম শ্রেনীতে বৃত্তি দেবে।
এমন একটা অবস্হায় আছি ছেলেটিকে যে অন্য বিদ্যালয়ে নিয়ে গিয়ে ভর্তি করাব সেটাও এখন সম্ভব হচ্ছেনা। আরেক অভিভাবক বিনয় শীল জানান, আমার ছেলেটিও এ বছর পঞ্চম শ্রেনীতে বৃত্তি পরিক্ষা দেবে এখনও যেটুকু সময় আছে বিউটি এবং রানী আপাকে যদি স্হানন্তর করে অন্য দুইজন শিক্ষকের ব্যাবস্থা করা যেত খুবই উপকার হতো এবং ক্ষতি পুষিয়ে নেওয়া যেত। এই সব বিষয়ে প্রধান শিক্ষক বিউটি রানীকে মুঠোফোনে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও তাকে পাওয়া যায়নি।
রানী খানম মুটোফোনে বলেন, আমি আমার অসুস্থতার কারণে বিদ্যালয়ে আসতে পারছিনা। আমি এখন বিনা বেতনে ছুটি কাটাচ্ছি তাতে কোন সমস্যা হওয়ার কথা নয়। আমি চাই আপনারা জেনে বুঁজে সংবাদটি প্রচার করবেন। এ ব্যাপারে নেছারাবাদ উপজেলার প্রাথমিক শিক্ষা কর্মকর্তা খোন্দকার জসিমউদ্দীন আহমেদের সাথে সরাসরি কথা হলে তিনি জানান, আপনাদের মাধ্যমে বিষয়টি আমার কাছে এসেছে। তদন্ত স্বাপেক্ষে ব্যবস্হা নেয়া হবে।







































