বরগুনায় মোটরসাইকেলের ধাক্কায় পথচারীর নিহত

নভেম্বর ১৮ ২০২৫, ১৯:১৫

বরগুনায় মোটরসাইকেলের ধাক্কায় এক পথচারী নিহত হয়েছেন। মঙ্গলবার (১৮ নভেম্বর) সকাল ১০টার দিকে জেলা শহরের টাউনহল এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহতের নাম শ্যামল চন্দ্র শীল (৫৪)। তিনি বরগুনার পাথরঘাটা উপজেলার কাঁঠালতলী ইউনিয়নের কালিপুর গ্রামের মনোরঞ্জন শীলের ছেলে। শ্যামল বরগুনার টাউন হল এলাকায় একটি সেলুনে নরসুন্দরের কাজ করতেন


পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান, শ্যামল সকালে টাউন হল এলাকায় রাস্তা পার হচ্ছিলেন। এ সময় দ্রুতগতির একটি মোটরসাইকেল তাকে সজোরে ধাক্কা দিলে তিনি গুরুতর আহত হয়ে সড়কের ওপর পড়ে যান। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে বরগুনা জেনারেল হাসপাতালে নিলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

এ বিষয়ে বরগুনা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ ইয়াকুব হোসাইন বলেন, ‘সংবাদ পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। মরদেহের সুরতহাল রিপোর্ট সম্পন্ন করেছে পুলিশ। এ ঘটনায় লিখিত অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেয়া হবে।’
সংবাদটি শেয়ার করুন....

আমাদের ফেসবুক পাতা

আজকের আবহাওয়া

পুরাতন সংবাদ খুঁজুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১৩১৫১৬
১৯২০২১২২২৩
২৪২৫২৬২৭৩০

এক্সক্লুসিভ আরও