নির্বাচন নিয়ে জনগণের শঙ্কা দূর করার দায়িত্ব সরকার ও ইসির: বরিশালে দেবপ্রিয়
নভেম্বর ১৯ ২০২৫, ২২:২৬
বরিশাল ॥ চব্বিশের গণঅভ্যুত্থান পরবর্তী সময়ে দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি ভালো নেই বলে অভিযোগ করেছেন বরিশালের বিভিন্ন শ্রেণি-পেশার নাগরিকরা। আগে দিনে বা রাতে স্বাচ্ছন্দে চলাফেরা করা গেলেও এখন তা পারছেন না বলে সভায় মন্তব্য করেন তারা। একই সঙ্গে মৌলিক সংস্কার, সুশাসন প্রতিষ্ঠা, যুবশ্রেণির জন্য চাকরির বাজার উন্মুক্তকরণসহ সরকারের প্রতি নানা দাবি তুলে ধরেন বরিশালবাসী।
বুধবার (১৯ নভেম্বর) সকাল থেকে দুপুর পর্যন্ত বরিশাল শহরের বান্দ রোডের একটি অভিজাত হোটেলের কনফারেন্স হলে এসডিজি বাস্তবায়নে নাগরিক প্ল্যাটফর্মের উদ্যোগে ‘জাতীয় নির্বাচনে নাগরিক প্রত্যাশা’ শীর্ষক সভায় এসব বক্তব্য এবং লিখিত অনলাইন ভোটের মাধ্যমে বিভিন্ন প্রস্তাবনা উঠে আসে।
সভায় বিএনপি, জামায়াত, এনসিপি, বাসদ, গণ অধিকার পরিষদসহ বিভিন্ন রাজনৈতিক দলের স্থানীয় নেতা, নাগরিক সমাজের প্রতিনিধি ও বিভিন্ন পেশার মানুষ অংশ নেন।
সভার প্রধান বক্তা সেন্টার ফর পলিসি ডায়ালগের (সিপিডি) সম্মাননীয় ফেলো ও নাগরিক প্ল্যাটফর্মের আহ্বায়ক দেবপ্রিয় ভট্টাচার্য বলেন, ‘চলমান ক্রান্তিকালীন সময়ে দেশবাসী সুষ্ঠু, অংশগ্রহণমূলক এবং মর্যাদাপূর্ণ নির্বাচন চায়। নির্বাচন নিয়ে জনগণের শঙ্কা যে আছে, তা দূর করার দায়িত্ব সরকার ও নির্বাচন কমিশনের ওপরই বর্তায়।’
দেবপ্রিয় ভট্টাচার্য আরও বলেন, ‘আমরা নির্বাচনকে একটি সুযোগ হিসেবে দেখতে চাই। এ লক্ষ্যে সংস্কারের ধারা অব্যাহত রাখতে হবে। যে দলগুলো প্রতিশ্রুতি দেবে, তাদের সেই প্রতিশ্রুতি রক্ষা করতে হবে। মানুষ কথা বলবে, নেতাদের তা শুনতে হবে। সে জন্য আমাদের কথাগুলো আমাদের বলতে হবে।’
তিনি আরও বলেন, ‘বিগত দিনে ব্যবসায়ী, আমলা ও রাজনীতিবিদদের সমন্বয়ে দেশে এমন একটি অর্থনীতি তৈরি হয়েছিল, যাকে আমরা বলি চামচা পুঁজিবাদ। রাষ্ট্রতন্ত্র ব্যবহার করে সেখানে চোরতন্ত্র প্রতিষ্ঠিত হয়েছিল। সংস্কারের মাধ্যমে সে চোরতন্ত্র ভাঙতে হবে। আমাদের এমন ব্যবস্থা গড়ে তুলতে হবে, যাতে কেউ পেছনে না থাকে।’
সভায় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন বরিশাল মহানগর জামায়াতের আমির জহির উদ্দিন মুহাম্মদ বাবর, বিএনপির মহানগর কমিটির যুগ্ম-আহ্বায়ক সাজ্জাদ হোসেন, সমাজতান্ত্রিক দলের (বাসদ) বরিশাল জেলা সমন্বয়ক মনীষা চক্রবর্তী, উন্নয়ন সংগঠক ও বীর মুক্তিযোদ্ধা আনোয়ার জাহিদ, জেলা মহিলা পরিষদের সভাপতি অধ্যাপক শাহ সাজেদা, বাংলাদেশ পরিবেশ আন্দোলনের বরিশাল বিভাগীয় সমন্বয়ক রফিকুল আলম, গণফোরামের সভাপতি আইনজীবী হিরণ কুমার দাস, এনসিপির জেলা আহ্বায়ক আবু সাঈদ মুসা প্রমুখ।
সেমিনারজুড়ে স্থানীয় রাজনৈতিক নেতাদের সঙ্গে সাধারণ মানুষের মুখোমুখি আলোচনার মাধ্যমে বিভিন্ন প্রশ্নের জবাব ও সম্ভাব্য সমাধানের পথ খুঁজে বের করার চেষ্টা হয়।







































