চতুর্থ শ্রেণি সরকারি কর্মচারী সমিতি’র উদ্যোগে
বরিশালে মরহুদের মৃত্যুবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মোনাজাত অনুষ্ঠিত
সেপ্টেম্বর ৩০ ২০২৫, ২১:০৯
নিজস্ব প্রতিবেদক ॥ বাংলাদেশ চতুর্থ শ্রেণি সরকারি কর্মচারী সমিতির প্রতিষ্ঠাতা সভাপতি মহুম আব্দুল আজিজ এর ৩৬ তম মৃত্যুবার্ষিকী ও সাধারণ সম্পাদক মরহুম আব্দুর রশীদ, চতুর্থ শ্রেণি সরকারি কর্মচারী সমিতি বরিশাল বিভাগীয় জেলা শাখার ও সাবেক সভাপতি মরহুম বেল্লাল আকন, শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালের ইউনিট শাখার উপদেষ্টা, বাংলাদেশ চতুর্থ শ্রেণি সরকারি কর্মচারী সমিতি বরিশাল জেলা শাখার সহ-সভাপতি এবং মরহুম হুমায়ুন কবির (লিটু) এর স্মরণে শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে বাংলাদেশ চতুর্থ শ্রেণি সরকারি কর্মচারী সমিতি’র বরিশাল জেলা শাখার আয়োজনে আলোচনা সভা ও দোয়া মোনাজাত অনুষ্ঠিত হয়।
মঙ্গলবার (৩০সেপ্টেম্বর) বিকেলে শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালের চতুর্থ তলায় কনফারেন্স রুমে বাংলাদেশ চতুর্থ শ্রেণি সরকারি কর্মচারী সমিতির বিভাগীয় জেলা শাখার সভাপতি মোঃ এনামুল হক দুলালের সভাপতিত্বে দোয়া মোনাজাতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালের উপ-পরিচালক মাহামুদ হাসান, সহকারী পরিচালক (অর্থ ও ভান্ডার) ডাঃ এ. কে. এম নজমুল আহসান।
প্রধান আলোচক ছিলেন উক্ত সংগঠনের বরিশাল জেলা শাখার উপদেষ্টা ও শেবাচিমের ইউনিট শাখার সাবেক সাবেক সাধারণ সম্পাদক, মোঃ মুজিবুর রহমান। এছাড়াও উপস্থিত ছিলেন, বরিশাল জেলা শাখার সহ-সভাপতি মোঃ মোজাম্মেল হোসেন মল্লিক, সাংগঠনিক সম্পাদক মোঃ শাকিল আহমেদ (জাকির), সাধারণ সম্পাদক মোঃ জিয়াউল হক বাপ্পি, বরিশাল খাদ্য বিভাগের মোঃ গিয়াস উদ্দীন প্রমূখ। সার্বিক ব্যবস্থাপনায় ছিলেন সদস্য শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতাল ইউনিট শাখার মোঃ রাব্বি আল মামুন (ফয়সাল)।
অনুষ্ঠানে বক্তরা মরহুম আব্দুল আজিজ সাংগনিক কার্যক্রম সহ সংগঠনের সকল মরহুমদের কর্মজীবনের কর্মকান্ড নিয়ে আলোচনা শেষে দোয়া মোনাজাত অনুষ্ঠিত হয়।







































