বরিশাল সাংবাদিক ফোরামের নিন্দা

দুই সাংবাদিকের উপর হামলা: জড়িতদের দ্রুত গ্রেফতারের দাবি- বিএসএফ

সেপ্টেম্বর ২৭ ২০২৫, ১৬:২৭

খবর বিজ্ঞপ্তি: চ্যানেল ২৪ এর বরিশাল ক্যামেরাপার্সন শাকিল হাওলাদার পাপ্পু ও সময় টিভির বরিশাল ব্যুরো অফিসের ক্যামেরা পার্সন সুমন হাসানের উপর ছাত্রদল ক্যাডার বাহিনীদের হামলার ঘটনায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে বরিশাল সাংবাদিক বরিশাল সাংবাদিক ফোরাম (বিএসএফ)।

বরিশাল সাংবাদিক ফোরামের সভাপতি নিকুঞ্জ বালা পলাশ ও সাধারণ সম্পাদক শাহিন হাসান সহ অন্যান্য নেতৃবৃন্দ এক বিবৃতিতে বলেন, সাংবাদিকদের উপর ছাত্রদলের ক্যাডার বাহিনীর হামলা এটা খুবই দুঃখজনক। একের পর এক ছাত্রদেলর বির্তকিত সদস্যরা হামলার ঘটনার সাথে জড়াচ্ছে। আমরা হামলার সাথে জড়িতদের দ্রুত আইনের আওতায় আনার দাবি জানাচ্ছি।

শনিবার (২৭ সেপ্টেম্বর) দুপুরে সাংবাদিক ফোরামের দপ্তর সম্পাদকের স্বাক্ষরিত এক বিবৃতিতে অবিলম্বে হামলাকারীদের গ্রেফতার করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানানো হয়। তা না হলে সাংবাদিক সংগঠনগুলোকে ঐক্যবদ্ধভাবে সাথে নিয়ে দাবি আদায়ের জন্য রাজপথে নামার ঘোষণা দেন বরিশাল সাংবাদিক ফোরাম।

 

সংবাদটি শেয়ার করুন....

আমাদের ফেসবুক পাতা

আজকের আবহাওয়া

পুরাতন সংবাদ খুঁজুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১৩১৫১৬
১৯২০২১২২২৩
২৪২৫২৬২৭৩০

এক্সক্লুসিভ আরও