তুচ্ছ ঘটনাকে ন্কেন্দ্র করে বাকবিতণ্ডার জড়িয়ে বরিশালে টেলিভিশনের দুই ক্যামেরাপার্সনের উপর ছাত্রদলের দুই নেতা হামলা চালিয়েছে বলে অভিযোগ উঠেছে। ঘটনাটি শুক্রবার (২৬ সেপ্টেম্বর ) বিকেলে নগরীর বেলস পার্ক সংলগ্ন গ্রীন সিটি পার্কের প্রবেশপথে এ ঘটনা ঘটে।
পরে স্থানীয়রা গুরুতর আহত সময় টিভির ক্যামেরাপার্সন সুমন হাসান এবং চ্যানেল ২৪-এর ক্যামেরাপার্সন শাকিল হাওলাদার পাপ্পুকে উদ্ধার করে বরিশাল শের-ই বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করেন। তবে আহতদের মধ্যে পাপ্পুর মাথায় প্রচন্ড আঘাত লেগেছে বলে জানিয়েছেন কতর্বরত চিকিৎসকরা।
আহত সাংবাদিক সুমন হাসান জানান, তিনি পরিবার নিয়ে বেলস পার্ক এলাকার মহিলা ক্লাবে একটি সামাজিক অনুষ্ঠানে অংশ নেন। অনুষ্ঠান শেষে তার কন্যা ক্লাবসংলগ্ন গ্রীন সিটি পার্কে প্রবেশ করতে চাইলে বাধা দেন নগরীর ১০ নম্বর ওয়ার্ড ছাত্রদলের সভাপতি বেল্লাল গাজী। তিনি দাবি করেন, তার সন্তানরা পার্কে খেলছে, তাই অন্য কাউকে প্রবেশ করতে দেবেন না। এ নিয়ে কথা কাটাকাটির এক পর্যায়ে বেল্লালের সহযোগীরা মব গঠন করে সুমনকে ঘিরে ফেলে। পরিস্থিতি দেখে চিৎকার শুরু করলে সেখানে ছুটে আসেন চ্যানেল ২৪-এর ক্যামেরাপার্সন পাপ্পু। সাংবাদিক পরিচয় দেওয়ার পরও ছাত্রদল নেতারা ক্ষিপ্ত হয়ে ওঠে এবং দুইজনকেই এলোপাথাড়ি মারধর করে। এতে পাপ্পু মাটিতে পড়ে গুরুতর আহত হন। পরে সাংবাদিকরা আশ্রয়ের জন্য মহিলা ক্লাবে গিয়ে সহকর্মীদের খবর দেন। কিন্তু কিছুক্ষণ পর নগর ছাত্রদলের সহ-সভাপতি সোহেল, সাকিব ও রাহাতসহ আরও কয়েকজন ঘটনাস্থলে গিয়ে ফের হামলা চালায় বলে অভিযোগ করেছেন ভুক্তভোগীরা।
অভিযোগের বিষয়ে ছাত্রদল নেতা বেল্লাল গাজী বলেন,“পার্কে কাউকে প্রবেশ করতে না দেওয়ার জন্য নিরাপত্তাকর্মীকে কথা দিয়েছিলাম। তাই বাধা দিয়েছি। এ সময় ধাক্কাধাক্কির মধ্যে পড়ে গিয়ে একজনের মাথা ফেটে গেছে।
অন্যদিকে মহানগর ছাত্রদলের সহ-সভাপতি মো. সাকিবুল হক রাসেল জানান, “আমি বর্তমানে বরিশালের বাইরে আছি। হামলার বিষয়ে কিছু জানি না। তবে খোঁজখবর নিয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নেব।
কোতোয়ালি মডেল থানার ওসি মিজানুর রহমান বলেন, “এখন পর্যন্ত কোনো অভিযোগ পাইনি। অভিযোগ পাওয়া মাত্রই তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে।”
ঘটনার পর বরিশালের স্থানীয় সাংবাদিকরা তীব্র ক্ষোভ প্রকাশ করেছেন। তারা বলেন, সাংবাদিকদের উপর এ ধরনের হামলা গণমাধ্যমের স্বাধীনতার ওপর নগ্ন হস্তক্ষেপ। অবিলম্বে হামলাকারীদের গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করেছেন তারা।