ভোকেশনাল শিক্ষাক্রমের কর্মচারীদের সমস্যার সমাধানের প্রস্তাব বাস্তবায়ন সভা

সেপ্টেম্বর ২৬ ২০২৫, ২২:০৪

ইনস্টিটিউশন অব ডিপ্লোমা ইঞ্জিনিয়ারস বাংলাদেশ (আইডিইবি) বরিশাল কার্যালয়ে শুক্রবার (২৬ সেপ্টেম্বর) সকাল ১১টায় এ সভা শুরু হয়। প্রথম অধিবেশনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বরিশাল জেলা আইডিইবি আহ্বায়ক প্রকৌশলী মাহফুজুল আলম মিঠু।
বাংলাদেশ শিক্ষক সমিতি ভোকেশনালের কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি এটিএম নুরুল হুদার সভাপতিত্বে প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন সমিতির সভাপতি প্রকৌশলী সাজেদুল আলম।
বিশেষ অতিথি ছিলেন- বাংলাদেশ শিক্ষক সমিতি ভোকেশনালের কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক প্রকৌশলী নাসির উদ্দীন, আইডিইবি বরিশালের সদস্য সচিব প্রকৌশলী মো. শাহীন মিয়া, বাংলাদেশ শিক্ষক সমিতি সেলিম ভূইয়ার দপ্তর সম্পাদক মনিরুল হক, বাংলাদেশ শিক্ষক সমিতি ভোকেশনালের কেন্দ্রীয় কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক প্রকৌশলী মো. শাহ জালাল।
মাধ্যমিক শিক্ষক ফোরাম নলছিটির সভাপতি ও উপজেলা আইডিইবির সাধারণ সম্পাদক বিন-ই-আমিনের সঞ্চালনায় অনুষ্ঠিত সভায় দ্বিতীয় অধিবেশনে উপস্থিত ছিলেন আইডিইবির কেন্দ্রীয় কমিটির আহ্বায়ক মো. কবির হোসেন। আলোচনায় অংশগ্রহণ করেন আইডিইবির কেন্দ্রীয় ও জেলা পর্যায়ের নেতারা।
সভায় এটিএম নুরুল হুদাকে সভাপতি ও মো. আজাদ হোসেনকে সাধারণ সম্পাদক করে ৫ সদস্যদের বরিশাল বিভাগীয় কমিটি ঘোষণা করেন কেন্দ্রীয় কমিটির সভাপতি মো. সাজেদুল আলম। নবগঠিত কমিটি অচিরেই পূর্ণাঙ্গ কমিটি গঠন করে বিভাগের সব জেলা ও উপজেলা কমিটি গঠন করবেন।
সংবাদটি শেয়ার করুন....

আমাদের ফেসবুক পাতা

আজকের আবহাওয়া

পুরাতন সংবাদ খুঁজুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১৩১৫১৬
১৯২০২১২২২৩
২৪২৫২৬২৭৩০

এক্সক্লুসিভ আরও