দুই দিনেও পলাতক আসামী হয়নি গ্রেফতার ‍॥ পুলিশ সদস্য বরখাস্ত

সেপ্টেম্বর ২৩ ২০২৫, ১৭:৩২

বরিশাল কোতোয়ালি মডেল থানা থেকে নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগ নেতা জয় সাহা পালানোর ঘটনায় এক পুলিশ সদস্যকে বরখাস্ত করা হয়েছে। অন্যদিকে আসামী পালিয়ে যাওয়ার দুইদিন পার হলেও এখন পর্যন্ত পুলিশ পলাতক আসমী জয়কে গ্রেফতার করতে পারেনি।

থানা সূত্রে জানা গেছে, কোতোয়ালি মডেল থানা থেকে পালিয়ে যাওয়া আসামী জয় সাহা হলেন নিষিদ্ধঘোষিত ছাত্রলীগের সাবেক নেতা। সোমবার (২২ সেপ্টেম্বর) রাত নয়টার দিকে এই ঘটনা ঘটে।

পালিয়ে যাওয়া ওই ছাত্রলীগনেতার নাম জয় সাহা (৩০)। তিনি বরিশাল জেলা ছাত্রলীগের সাবেক যুগ্ম আহ্বায়ক ও নগরীর বেলতলা এলাকার যুগলকৃষ্ণ সাহার ছেলে।

বিষয়টি নিশ্চিত করে কোতোয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. মিজানুর রহমান বলেন, একজন আসামিকে গ্রেপ্তার করে থানায় আনার পর নাম ঠিকানা লিখে গারদখানায় নিয়ে যাওয়ার সময় দৌড়ে পালিয়ে যায়। পালিয়ে যাওয়া আসামি জয়কে গ্রেপ্তার করতে কার্যক্রম চলমান রয়েছে।থানা সূত্রে আরো জানা যায়, সন্ত্রাসী রাইডার রাব্বি গ্রুপের সদস্য এই জয় সাহা। গত পাঁচ মাস আগে বরিশাল আদালত প্রাঙ্গণে জয় বাংলা স্লোগান দিয়ে নাশকতা চেষ্টার মামলার ৬ নম্বর আসামি জয় সাহা। এছাড়াও তার বিরুদ্ধে একাধিক মামলা রয়েছে। সোমবার রাত আটটার দিকে নগরীর মহসিন মার্কেট এলাকা থেকে কোতোয়ালি মডেল থানা পুলিশের একটি টিম জয়কে গ্রেপ্তার করে। এরপর রাত নয়টার দিকে দায়িত্বরত পুলিশ সদস্যের চোখ ফাঁকি দিয়ে পালিয়ে যায় ছাত্রলীগের সাবেক নেতা জয়।

এ বিষয়ে বরিশাল মেট্রোপলিটন পুলিশের কমিশনার শফিকুল ইসলাম বলেন, পালিয়ে যাওয়া আসামিকে গ্রেপ্তার করতে আমাদের একাধিক টিম মাঠে কাজ করছে। আর দায়িত্ব অবহেলার কারণে পুলিশ সদস্য রাজুকে সাময়িক বরখাস্ত করা হয়েছে।

সংবাদটি শেয়ার করুন....

আমাদের ফেসবুক পাতা

আজকের আবহাওয়া

পুরাতন সংবাদ খুঁজুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১৩১৫১৬
১৯২০২১২২২৩
২৪২৫২৬২৭৩০

এক্সক্লুসিভ আরও