বরিশালে ফুলের দোকানে ভীড়, বিনোদন কেন্দ্র শূন্য
ফেব্রুয়ারি ১৪ ২০২৫, ১৪:৪১
নিজস্ব প্রতিবেদক ॥ পহেলা ফাগুন আর বিশ্ব ভালোবাসা দিবস উপলক্ষে বরিশালের ফুলের দোকানে ভীড় বাড়ছে। গতদিন থেকে ফুলের দোকানে প্রিয়জনদের উপহার দেয়ার জন্য বিশ্ব ভালোবাসা দিবসে ফুল কিনতে আসছে তরুণ তরুণীদের পাশপাশি বিভিন্ন বয়সের মানুষ।
ফাগুন মানেই বসন্তের শুরু পাগলপারা ঋতু আর একই সাথে বিশ্ব ভালোবাসা দিবস বলে প্রিয় জনের জন্য ফুল কিনতে আসা। আর খোপায় গুজবেন ঘুড়ে বেড়াবেন এমন অভিব্যক্তি প্রকাশ করেন তরুণীরা।

বিকিকিনি নিয়ে ফুলের দোকানীরা জানায়, গেল দিন থেকে ফুলের বিকিকিনি বেড়েছে। তারা আশা করছেন ফি বছরের ন্যায় এবারো চাহিদার ফুল বিকিকিনি হবে।
এদিকে পহেলা ফাগুন বসন্ত আর বিশ্ব ভালোবাসা দিবসে নগরীর কয়েকটি পার্ক এবং বিনোদন স্পটে কোন ধরণের আইনশৃঙ্খলা পরিপন্থি, গণউপদ্রব সৃষ্টিকারী বা অশালীন কর্মকান্ডন না করার জন্য নগর পুলিশের পক্ষ থেকে নিষেধাজ্ঞা জারি করেছে।
নিষেধাজ্ঞা থাকার কারনে দেখা গেছে বিনোদন কেন্দ্র গুলোতে কোন ভীড় নেই বলেই চলে। তবে সংশ্লিষ্টরা জানিয়েছেন পবিত্র শবে বরাত ও বিশ্ব ভালোবাসা দিবস একই দিনে পড়ার কারনে ভীড় নেই বিনোদন কেন্দ্রে। যদিও কিছুটা হয় তাও হবে বিকেলে।







































