আজ দুষ্টু লোকেরা কোথায়: আদালতে শাহজাহান ওমর

ডিসেম্বর ০৫ ২০২৪, ২০:২৩

নিজস্ব প্রতিবেদক, বরিশাল: ঝালকাঠি-১ আসনের সাবেক এমপি আলোচিত ও সমালোচিত নেতা ব্যারিস্টার মুহাম্মদ শাহজাহান ওমরকে ঝালকাঠি আদালতে বৃহস্পতিবার (৫ ডিসেম্বর) বিকেলে হাজির করা হয়। ঝালকাঠির কাঠালিয়া থানার একটি মামলায় তিনি ঝালকাঠি কারাগারে রয়েছেন।

গত ২১ নভেম্বর গ্রেপ্তারের পর তাকে আদালতে হাজির করার সময় বিক্ষুব্দ জনতা এবং বিএনপি ও যুবদলের নেতা কর্মীরা ওমরকে লক্ষ্য করে ডিম এবং জুতা নিক্ষেপ করেছিল।

আদালত চত্বরে অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে এবার কড়া নিরাপত্বা জোড়দার করা হয়। পুলিশ, র‍্যাব এবং সেনাবাহিনী তিন স্তরে ঘিরে রেখেছিল ঝালকাঠির আদালত চত্বর ও এর আশপাশের এলাকা।

বৃহস্পতিবার বিকেল ৪টার দিকে আদালতে আনা হয় ওমরকে। এদিন প্রিজনভ্যান থেকে নেমেই শাহজাহান ওমর গণমাধ্যম কর্মীদের উদ্দেশে বললেন, সেদিন যারা ডিম ও জুতা নিয়ে আসছিল, আজ সেই দুষ্টু লোকেরা কোথায়? এরপর শাহজাহান ওমরকে আদালতে তোলা হলে তার জামিন আবেদন নাকচ করেন।

আদালতের বিচারক সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট মো. রাসেল আহম্মেদ ওমরের জামিন আবেদন নামঞ্জুর করে তাকে পুনরায় কারাগারে পাঠানোর আদেশ দেন।

এ তথ্য নিশ্চিত করেন শাহজাহান ওমরের আইনজীবী নাসির উদ্দিন করির এবং বনি আমিন বাকলাই। একই দিন ওমরকে জিআর ১২১/২৪ রাজাপুর থানার আরেকটি মামলায় দৃশ্যত গ্রেপ্তার দেখানো হয়েছে।

সংবাদটি শেয়ার করুন....

আমাদের ফেসবুক পাতা

আজকের আবহাওয়া

পুরাতন সংবাদ খুঁজুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১৩১৫১৬
১৯২০২১২২২৩
২৪২৫২৬২৭৩০

এক্সক্লুসিভ আরও