আমতলী-তালতলী সংসদীয় আসন পুনর্বহালের দাবিতে মতবিনিময় সভা

নভেম্বর ১৭ ২০২৪, ১৬:০২

নিজস্ব প্রতিবেদক, বরিশাল: বরগুনা-৩ আমতলী-তালতলী সাবেক সংসদীয় আসন পুনর্বহালের দাবিতে সকল রাজনৈতিক দল, পেশাজীবি ও সামাজিক সংগঠন নিয়ে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল শনিবার (১৬ নভেম্বর) সকাল ১০টায় বরগুনার আমতলী নতুন ডাকবাংলোর হল রুমে এই সভা অনুষ্ঠিত হয়।

আসন পুনর্বহাল বাস্তবায়ন কমিটির আহ্বায়ক অ্যাডঃ মো. নুরুল ইসলাম শানুর সভাপতিত্বে মতবিনিময় সভায় বক্তব্য রাখেন, আসন বাস্তবায়ন কমিটির সদস্য সচিব ও উপজেলা বিএনপির সদস্য সচিব মো. তুহিন মৃধা, বরগুনা জেলা খেলাফত মজলিসের সভাপতি গাজী আব্দুল মন্নান, জাতীয়তাবাদী মুক্তিযোদ্ধা দলের সভাপতি বীর মুক্তিযাদ্ধা মো. সিদ্দিকুর রহমান, সিনিয়র সাংবাদিক মো. জাকির হোসেন, উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক কামরুজ্জামান হিরু, উপজেলা শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক মো. জিল্লুর রহমান, মহিলা দলের আহ্বায়ক শাহনাজ পারভীন খুশি, ইসলামী আন্দোলন উপজেলা সাধারণ সম্পাদক গাজী মুহা. বায়েজিদ, গণঅধিকার পরিষদের আহ্বায়ক মো. সাঈদুর রহমান, খেলাফত মজলিস উপজেলার ভারপ্রাপ্ত সভাপতি মো. মনোয়ার হোসেন, উপজেলা জামায়াতের বাইতুল মাল সম্পাদক মো. নিজাম উদ্দিন, জামায়েত নেতা মো. দলিল উদ্দিন, গাজী মো. আবুল হোসেন, মো. কবির উদ্দিন প্রমুখ।

বক্তারা ১১২ বরগুনা-৩ (আমতলী-তালতলী) সাবেক সংসদীয় আসন পুর্নবহালের জন্য বর্তমান অন্তবর্তীকালীন সরকারের প্রতি জোর দাবি জানান। বক্তারা বলেন, ‘২০০৮ এর তত্ত্বাবধায়ক সরকারের সময় বরগুনার ৩টি আসন থেকে একটি আসন কেড়ে নিয়ে আমাদের উন্নয়ন বঞ্চিত করা হয়েছে। আমরা বরগুনার উন্নয়নের জন্য এবং আমাদের ন্যায্য অধিকার আদায়ের দাবিতে আসন ফেরৎ চাই।’

সংবাদটি শেয়ার করুন....

আমাদের ফেসবুক পাতা

আজকের আবহাওয়া

পুরাতন সংবাদ খুঁজুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১৩১৫১৬
১৯২০২১২২২৩
২৪২৫২৬২৭৩০

এক্সক্লুসিভ আরও