আমতলীতে আমন ধানের বাম্পার ফলনের সম্ভাবনা

অক্টোবর ১৩ ২০২৪, ১৩:০৬

আমতলী (বরগুনা) প্রতিনিধি:  বরগুনার আমতলীতে আমন ধানের বাম্পার ফলনের সম্ভাবনায় স্বপ্ন বুনছেন কৃষক। উপজেলার ৭টি ইউনিয়নের আমন ধানের ক্ষেতগুলো সবুজ সবুজে ভরে উঠেছে। বিস্তীর্ণ এলাকাগুলোতে আমন ধানের চারা বাতাসে দোল খাচ্ছে, দেখে মনে হয় সবুজ বিছানা। এই অপরুপ সৌন্দর্য দেখে যেন চোখ জুড়িয়ে যায়। আর ক্ষেতগুলোকে নিয়ে কৃষকের রঙ্গিন স্বপ্ন। আবহাওয়া অনুকূলে থাকায় আমন ধানের ফলন ভালো হবে বলে স্থানীয় কৃষকরা জানিয়েছেন।

উপজেলা কৃষি অফিস সূত্রে জানা যায়, চলতি মৌসুমে আমন ধানের লক্ষ্যমাত্রা ধরা হয়েছে উপজেলার ৭ ইউনিয়নে ও ১টি পৌরসভায় ২৩ হাজার ৩৮১ হেক্টর জমিতে আমন চাষের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। এবার আবহাওয়াজনিত কারণে ধানের চারা রোপণ একসঙ্গে না হওয়ায় কোথাও ধানের শীষ বের হয়েছে, আবার কোথাও গামড় এসেছে।

উপজেলার বিভিন্ন এলাকা ঘুরে কেওয়াবুনিয়া গ্রামের কৃষক শহিদুল ইসলাম, ঘটখালী গ্রামের কৃষক বশির আকন, হলদিয়া গ্রামের কৃষক সত্তারের সঙ্গে কথা বলে এ তথ্য জানা যায় এ বছর বর্ষা মৌসুমের শুরু থেকেই বৃষ্টি হ‌ওয়ার ফলে ধানেথ চারার ভালো ফলন হয়েছে।

আমতলী উপজেলা কৃষি অফিসার মো. ঈসা বলেন,এ বছর উপজেলার ৭ ইউনিয়নে ও ১টি পৌরসভায় ২৩ হাজার ৩৮১ হেক্টর জমিতে আমন চাষের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। কৃষকদের আমনধান চাষে উদ্বুদ্ধ করতে বিভিন্ন সময় কৃষকদের প্রশিক্ষণ ও সরকারিভাবে প্রণোদণা দেয়া হয়েছে। এই উপজেলার বেশির ভাগ মানুষ কৃষির ওপর নির্ভরশীল। এই এলাকার জমি আমন চাষের জন্য উপযুক্ত।

তিনি আরও বলেন, উপজেলা কৃষি বিভাগের মাঠপর্যায়ের কর্মীরা কৃষকদের দ্বারে দ্বারে গিয়ে ধান ক্ষেতের সমস্যা সমাধানের চেষ্টা করছেন। চলতি মৌসুমে আবহাওয়া অনুকূলে থাকায় আমন ধানের বাম্পার ফলনের সম্ভাবনা রয়েছে।

সংবাদটি শেয়ার করুন....

আমাদের ফেসবুক পাতা

আজকের আবহাওয়া

পুরাতন সংবাদ খুঁজুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১৩১৫১৬
১৯২০২১২২২৩
২৪২৫২৬২৭৩০

এক্সক্লুসিভ আরও