বামনায় নবাগত জেলা প্রশাসকের মতবিনিময় সভা
অক্টোবর ০৭ ২০২৪, ১৭:৫১
বামনা ( বরগুনা) সংবাদদাতাঃ বরগুনার নবাগত জেলা প্রশাসক মোহাম্মদ শফিউল আলম আজ সোমবার বামনা উপজেলা পরিষদ হল রুমে মাদক, বাল্য বিবাহ, সন্ত্রাস, দূর্নীতি বিষয়ে উপজেলার সুধীজন, জন প্রতিনিধি, রাজনৈতিক দল, সাংবাদিক ও বিভিন্ন দপ্তরের কর্মকর্তাদের সাথে মত বিনিময় করেন।
উপজেলা নির্বাহী অফিসার মোঃ আল ইমরানের সভাপতিত্বে মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন বামনা থানার নবাগত অফিসার ইনচার্জ মোঃ হারুন আর রশীদ হাওলাদার, নৌবাহিনীর লেঃ কর্নেল আরিফুজ্জামান বামনা উপজেলা বিএনপির আহবায়ক ইন্জিনিয়ার আবুল কালাম আজাদ রানা, সাবেক উপজেলা চেয়ারম্যান সৈয়দ মানজুরুর রব মুর্তাযা আহসান, উপজেলা বিএনপির যুগ্ন আহবায়ক এনায়েত কবির হাওলাদার,বরগুনা সাংবাদিক ইউনিয়নের সভাপতি গোলাম কিবরিয়া, জামায়াত ইসলামের সাবেক আমীর হারুন অর রশীদ, ইসলামী শাসনতন্ত আন্দোলনের নেতা সোবাহান খান। বৈষম্য বিরোধী ছাত্র আন্দলোন নেতা সৈয়দ আবরার আহসান , স্বাস্হ কর্মকর্তা ডাঃ মনিরুজ্জামান প্রমুখ।







































