বামনায় বিশ্ব শিক্ষক দিবস পালিত
অক্টোবর ০৫ ২০২৪, ১৬:০৯
বামনা (বরগুনা) সংবাদদাতাঃ বরগুনার বামনায় গতকাল শনিবার উপজেলা প্রশাসন ও উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসের উদ্যোগে বিশ্ব শিক্ষক দিবস পালিত হয় ।
এ দিবসের প্রতিপাদ্য ‘শিক্ষকের কণ্ঠস্বর: শিক্ষায় নতুন সামাজিক অঙ্গীকার’। এ প্রতিপাদ্যকে সামনে নিয়ে শনিবার সকাল ১১ টায় বামনা উপজেলা পরিষদ থেকে শুরু হয়ে সকল শিক্ষকদের নিয়ে একটি বর্ণাঢ্য রেলি বের হয়।
রেলিটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে উপজেলা পরিষদ মিলনায়তনে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
বামনা সদর আর রশীদ ফাযিল মাদ্রাসার প্রভাষক মোঃ জাকির হোসাইনের সঞ্চালনায় আলোচনায় সভায় বক্তব্য রাখেন বামনা সরকারী কলেজের অধ্যক্ষ মোঃ আব্দুস সালাম, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মোঃ জিয়াউল হক মিলন, বামনা সদর আর রশীদ ফাযিল মাদ্রাসার অধ্যক্ষ মাওঃ মুহাম্মদ ইউনুস আলী, খোলপটুয়া মাহমুদিয়া আলিম মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা মোঃ আবু জাফর, বামনা সরকারী কলেজের প্রভাষক ড. আরিফ হোসেন, বুকাবুনিয়া মাধ্যমিক বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক ও আদর্শ শিক্ষক ফেডারেশনের সভাপতি মাওলানা মাহবুবুর রহমান, বামনা সদর আর-রশীদ ফাযিল মাদরাসার উপাধ্যক্ষ মাওলানা আবুল কালাম আজাদ, বুকাবুনিয়া আদর্শ মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক অঞ্জন কুমার চ্যাটার্জি প্রমুখ।
বক্তারা শিক্ষক দিবসে বৈষম্য দূর করে এমপিও ভুক্ত শিক্ষকদের জাতীয়করণের ব্যাপারে জোর তাগিদ দেন। পরে ৫ই আগস্টে নিহত ছাত্র জনতার রুহের মাগফেরাত কামনা করে দোয়া মোনাজাত পরিচালনা করেন বামনা সদর আর রশিদ ফাজিল মাদরাসার সহকারী অধ্যাপক মাওঃ মোঃ আবদুর রহমান।







































