বরগুনায় শেখ হাসিনার জন্মদিনের কেক কাটার পর যুবলীগ নেতা গ্রেপ্তার

সেপ্টেম্বর ২৯ ২০২৪, ১৮:২১

নিজস্ব প্রতিবেদক, বরিশাল: ছাত্র-জনতার অভ্যুত্থানে উত্থাত সরকারের প্রধানমন্ত্রী শেখ হাসিনার জন্মদিনে কেক কাটার ভিডিও ছড়িয়ে দেওয়ার পর বরগুনা জেলার যুবলীগ নেতা মাহামুদুল আজাদ রিপনকে গ্রেপ্তার করেছে পুলিশ।

গত শনিবার রাত সাড়ে ৯টার দিকে শহরের দুধপট্টিতে একটি চায়ের দোকানে আড্ডা দেওয়ার সময় রিপনকে গ্রেপ্তার করা হয়। গতকাল রবিবার তাকে আদালতে সোপর্দ করা হয়েছে। তিনি জেলা যুবলীগের যুগ্ম সাধারণ সম্পাদক।

জানা গেছে, শনিবার রাতে শহরের ফার্মেসি পট্টি আওয়ামী লীগের কার্যালয়ে কেক কেটে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার জন্মদিন পালন করে ভিডিও ধারণ করা হয়। সেই ভিডিওটি ‘বাংলাদেশ আওয়ামী লীগ’ নামক একটি ফেসবুক পেইজে প্রকাশ করা হয়।

ভিডিওতে যুবলীগ, স্বেচ্ছাসেবক লীগ ও শ্রমিক লীগের নেতাকর্মীরা কেক কেটে নিজেদের মধ্যে খাওয়ার দৃশ্য দেখা যায়। এ সময় তারা ‘জয় বাংলা’ স্লোগান দিতে থাকেন। এর কিছুক্ষণ পর দুধ পট্টির ওই চায়ের দোকানে গেলে রিপনকে গ্রেপ্তার করে থানায় নিয়ে যায় পুলিশ।

গ্রেপ্তারের বিষয়ে বরগুনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) দেওয়ান জগলুল হাসান বলেন, ‘গ্রেপ্তার রিপন বরগুনা থানার মামলার পুরাতন আসামি। আজ (গতকাল) রবিবার তাকে আদালতে সোপর্দ করা হয়েছে।’

সংবাদটি শেয়ার করুন....

আমাদের ফেসবুক পাতা

আজকের আবহাওয়া

পুরাতন সংবাদ খুঁজুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১৩১৫১৬
১৯২০২১২২২৩
২৪২৫২৬২৭৩০

এক্সক্লুসিভ আরও