সাভারে জামায়াতের গোপন মিটিং থেকে আটক ৬৬
নভেম্বর ১৯ ২০২২, ১১:০৯
নিজস্ব প্রতিবেদক, বরিশাল: সাভারে একটি হাউজিংয়ের নির্জন স্থান থেকে ৬৬ জন জামায়াতে শিবিরের নেতাকর্মীকে আটক করেছে পুলিশ।
এসময় বিভিন্ন আলামত জব্দ করা হয়। তারা গোপনে রুকন সম্মেলন করছিলেন বলে জানা গেছে। শুক্রবার (১৮ নভেম্বর) বিষয়টি নিশ্চিত করেছেন সাভার মডেল থানার পরিদর্শক (ওসি) দীপক চন্দ্র সাহা।
এর আগে শুক্রবার বিকেলে ভাকুর্তা ইউনিয়নের চাপড়া এলাকার ঢাকা গার্ডেন সিটি ইকরা হাউজিং লিমিটেডের ভেতরে নির্জন স্থান থেকে তাদের আটক করা হয়।
প্রাথমিকভাবে আটকদের সম্পর্কে বিস্তারিত জানায়নি পুলিশ। আটককৃতদের বিস্তারিত পরে জানানো হবে বলে জানিয়েছেন সাভার মডেল থানা পুলিশ। তবে আটককৃতরা রাজধানীর মোহাম্মদপুর পশ্চিম থানা থেকে এসেছিলেন বলে জানা গেছে।
পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে শুক্রবার বিকেলে ঢাকা গার্ডেন সিটি ইকরা হাউজিং লিমিটেডের ভেতর থেকে তাদের আটক করা হয়।
তারা গোপনে জামায়াতের বার্ষিক রুকন সম্মেলনের আয়োজন করেছিলেন। পরে সাভার মডেল থানার একাধিক টিম অভিযান পরিচালনা করে তাদের আটক করে।
আটককৃতরা নাশকতার পরিকল্পনা করছিলেন বলে জানিয়েছে পুলিশ। সাভার মডেল থানার পরিদর্শক (ওসি) দীপক চন্দ্র সাহা বলেন, বিস্তারিত পরে জানানো হবে।
আ/ মাহাদী







































