রাতে বাইক নিয়ে ঘুরতে বেরিয়ে ট্রাকচাপায় প্রাণ হারালেন তিন বন্ধু

নভেম্বর ১৯ ২০২২, ১০:৫১

নিজস্ব প্রতিবেদক, বরিশাল: রাজধানীর খিলগাঁও ফ্লাইওভারে দুর্ঘটনায় একই মোটরসাইকেলে আরোহী তিন বন্ধু নিহত হয়েছেন।

নিহতরা হলেন- মো. জজ মিয়া (৩৬), আল আমিন (৩৪), ও মো. মেহেদী হাসান (২৮)। শনিবার ভোর রাত ৩টার দিকে এ ঘটনা ঘটে।

নিহতদের হাসপাতালে নেওয়া একজন স্বজন জানিয়েছেন, ট্রাকের ধাক্কায় তারা নিহত হয়েছেন। তবে থানা পুলিশ এ বিষয়টি এখনো নিশ্চিত করতে পারেনি। নিহতদের লাশ ঢাকা মেডিকেল কলেজ মর্গে পাঠানো হয়েছে।

নিহতদের হাসপাতালে নিয়ে আসা স্বজন সালাউদ্দিন জানান, নিহতরা তিনজন বন্ধু। রাতে একসঙ্গে তারা ঘুরতে বের হয়েছিলেন।

ভোর ৩টার দিকে খিলগাঁও ফ্লাইওভারে ওঠলে একটি দ্রুতগামী ট্রাক তাদেরকে ধাক্কা দেয়। এতে তারা ছিটকে পড়ে তিনজন গুরুতর আহত হন।

পরে তাদের উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক তিনজনকেই মৃত ঘোষণা করেন।

সালাউদ্দিন আরো জানান, নিহত আল আমিন শরীয়তপুরের সখিপুরের নাসির কান্দি গ্রামের নুরুল ইসলামের সন্তান। বর্তমানে দক্ষিণ মুগদা এলাকায় থাকতেন।

অপরদিকে জজ মিয়া দক্ষিণ মুগদার ৭ নম্বর গলি এলাকার ১১/১ এক নম্বর বাসার মৃত নুরুল ইসলামের সন্তান। নিহত মেহেদী হাসান মুগদা মেডিকেলের পাশে ৭৬/১ নম্বর বাসার মো. আনিস মিয়ার ছেলে।

ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক মো. বাচ্চু মিয়া মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে জানান, মরদেহ ময়নাতদন্তের জন্য ঢামেক মর্গে রাখা হয়েছে। বিষয়টি সংশ্লিষ্ট থানাকে অবগত করা হয়েছে।

এ প্রসঙ্গে খিলগাঁও থানার উপ-পরিদর্শক (এসআই) মো. জহিরুল ইসলাম বলেন, নিহতরা ট্রাকের ধাক্কায় নাকি অন্য কোন গাড়িতে কিভাবে নিহত হয়েছেন তা এখনও নিশ্চিত হওয়া যায়নি। গভীর রাতে এই ঘটনা হওয়ায় ঘটনাস্থলে ওই সময়ে কেউ ছিলেন না।

এ বিষয়ে নিশ্চিত হতে ঘটনাস্থল ও আশপাশের ভিডিও ফুটেজ সংগ্রহ করা হচ্ছে। পরবর্তীতে জড়িতদের সনাক্ত করে গ্রেফতার করা হবে।

আ/ মাহাদী

সংবাদটি শেয়ার করুন....

আমাদের ফেসবুক পাতা

আজকের আবহাওয়া

পুরাতন সংবাদ খুঁজুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১৩১৫১৬
১৯২০২১২২২৩
২৪২৫২৬২৭৩০

এক্সক্লুসিভ আরও