পাঁচ বছর পর সাকিবের ব্যাটে সেঞ্চুরি

মে ০৩ ২০২৪, ১৩:১৪

নিজস্ব প্রতিবেদক, বরিশাল: অপেক্ষাটা লম্বাই হচ্ছিল কেবল। বাড়ছিল হতাশাও। লিস্ট-এ ক্রিকেটে সাকিব আল হাসানের সর্বশেষ সেঞ্চুরির প্রায় পাঁচ বছর হয়ে গিয়েছিল। ২০১৯ সালের জুনে ওয়ানডে বিশ্বকাপে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে সবশেষ সেঞ্চুরি পেয়েছিলেন এই অলরাউন্ডার।

প্রায় পাঁচ বছর পর আবারও তিন অঙ্কের ছোঁয়া পেয়েছন সাকিব। শুক্রবার বিকেএসপিতে ঢাকা প্রিমিয়ার লিগের ম্যাচে শেখ জামাল ধানমন্ডি ক্লাবের হয়ে সেঞ্চুরি করেছেন তিনি। এদিন ৪৩ বলে নিজের প্রথম হাফ সেঞ্চুরি পূর্ণ করেন সাকিব। পরে ৮ চার ও ৭টি ছক্কায় ৭৩ বল খেলে সেঞ্চুরি পূর্ণ করেন তিনি।

নিজের সবশেষ সেঞ্চুরি পাওয়ার আগে ৫৭ লিস্ট ‘এ’ ইনিংসে সেঞ্চুরি করতে পারেননি সাকিব। সবমিলিয়ে এবার লিস্ট ‘এ’ ক্রিকেটের দশম শতক পেয়েছেন তিনি। গাজী গ্রুপ ক্রিকেটার্সের বিপক্ষে ৯ চার ও ৭ ছক্কায় ৭৯ বলে ১০৭ রান করে আব্দুল গাফফার সাকলাইনের বলে ক্যাচ দিয়ে আউট হন এই অলরাউন্ডার।

সংবাদটি শেয়ার করুন....

আমাদের ফেসবুক পাতা

আজকের আবহাওয়া

পুরাতন সংবাদ খুঁজুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১৩১৫১৬
১৯২০২১২২২৩
২৪২৫২৬২৭৩০

এক্সক্লুসিভ আরও