দাঁড়িয়ে থাকা ট্রাকের পেছনে বাসের ধাক্কা, নিহত ৩
নভেম্বর ১৮ ২০২২, ১১:৫৩
নিজস্ব প্রতিবেদক, বরিশাল: গোপালগঞ্জে দাঁড়িয়ে থাকা ট্রাকের পেছনে একটি যাত্রীবাহী বাসের ধাক্কায় তিনজন নিহত ও ১৫ আহত হয়েছেন। গতকাল বৃহস্পতিবার রাত ১১টার দিকে ঢাকা-খুলনা মহাসড়কের গোপীনাথপুর এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত তিনজনের মধ্যে একজনের পরিচয় পাওয়া গেছে। তিনি হলেন ইমাদ পরিবহনের সুপারভাইজার আশিক (৩৫)। তার বাড়ি গোপালগঞ্জ জেলার কাশিয়ানী উপজেলার নিজামকান্দি গ্রামে। অন্য দুজনের পরিচয় পাওয়া যায়নি।
কাশিয়ানীর ভাটিয়াপাড়া হাইওয়ে পুলিশের পরিদর্শক (ওসি) আবু নাঈম মো. তোফাজ্জেল হক জানান, ঢাকা থেকে গোপালগঞ্জমুখী ইমাদ পরিবহনের একটি বাস ঘটনাস্থলে সড়কের দাঁড়িয়ে থাকা বালুবোঝাই ট্রাকের পেছনে ধাক্কা দেয়।
এতে বাসটির সামনের অংশ দুমড়ে-মুচড়ে গিয়ে ঘটনাস্থলেই তিন যাত্রী নিহত ও অন্তত ১৫ জন আহত হন।
আ/ মাহাদী







































