অবশেষে মুক্তি পেল আটকে পড়া বিড়াল

নভেম্বর ১৬ ২০২২, ০০:০৬

নিজস্ব প্রতিবেদক ‍॥ প্রায় এক সপ্তাহ আটকে থাকার পর ফায়ার সার্ভিসের কর্মীরা সচিবালয় থেকে একটি বিড়াল উদ্ধার করেছে। দীর্ঘ কয়েকদিন আটকে থেকে বিড়ালটি কিছুটা নিস্তেজ হয়ে পড়ে। পরে এটি বেরিয়ে চলে যায়। সচিবালয়ে কংক্রিট ও লোহার দেয়ালের মাঝখানে ফাঁকা জায়গায় কয়েকদিন ধরে আটকে ছিল একটি বিড়াল।

বিষয়টি একজন কর্মচারীর নজরে এলে খবর দেওয়া হয় ফায়ার সার্ভিসকে। এরপর গাড়ি ও যন্ত্রপাতি নিয়ে হাজির হন ফায়ার সার্ভিস কর্মীরা। আটকেপড়া অবস্থা থেকে মুক্তি পায় বিড়ালটি।

মঙ্গলবার দুপুরে সচিবালয়ের চার নম্বর ভবনের পেছনে পশ্চিম পাশে এ ঘটনা ঘটে। সচিবালয়ের উত্তর পাশের দেয়ালের বাইরে মেট্রোরেল নির্মিত হচ্ছে। মেট্রোরেলের নির্মাণ কাজের জন্য ঝুঁকিপূর্ণ বিবেচনায় কনক্রিটের দেয়ালের একটা অংশের সমান্তরাল লোহার দেয়াল করে দেওয়া হয়েছে।

প্রত্যক্ষদর্শী ও ফায়ার সার্ভিস কর্মীরা জানান, কনক্রিট ও লোহার দেয়ালের মাঝখানের ফাঁকা অংশে বিড়ালটি পড়ে যায় এক সপ্তাহ আগে। এটা জানতে পেরে পাশে থাকা ক্যান্টিনের মেয়েরা ছোট একটি ফাঁকা জায়গা দিয়ে বিড়ালটিকে উচ্ছিষ্ট খাবারও খেতে দেয়। আজই তথ্য অধিদপ্তরের (পিআইডি) অফিস সহায়ক ফোরকান আহমেদ ঝিনুক বিড়ালটি আটকে থাকতে দেখে ফায়ার সার্ভিসে খবর দেন।

ফোরকান আহমেদ বলেন, আমি হঠাৎ দেখলাম বিড়ালটি ওখানে আটকে আছে। এরপর ৯৯৯ নম্বরে ফোন দিলাম। তারা আরেকটি নম্বর দিলেন। ওই নম্বরে কথা বললাম, লোকেশন দিলাম। কিন্তু তেমন কোনো সাড়া পেলাম না। পরে মনে পড়ল সচিবালয়ে তো ফায়ার সার্ভিস আছে। স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সামনে ওনাদের ওখানে আমি গেলাম।

১০ মিনিটের মধ্যে তাদের একটি টিম চলে আসে। তিনি বলেন, ফায়ার সার্ভিস কর্মীরা অনেক যন্ত্রপাতি নিয়ে আসেন। তারা লোহার দেয়ালের একটা অংশ ফাঁক করে দেন। তবে বের হতে গিয়েও প্রথমে অনেক মানুষ দেখে বিড়ালটা আবার ভেতরে চলে যায়। পরে অনেকক্ষণ পর বিড়ালটি বেরিয়ে যায়।

সংবাদটি শেয়ার করুন....

আমাদের ফেসবুক পাতা

আজকের আবহাওয়া

পুরাতন সংবাদ খুঁজুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১৩১৫১৬
১৯২০২১২২২৩
২৪২৫২৬২৭৩০

এক্সক্লুসিভ আরও