নিজস্ব প্রতিবেদক ॥ প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, যারা উন্নয়ন চোখে দেখে না তারা চোখ থাকতেও অন্ধ। জিয়াউর রহমান অবৈধ ভাবে সংবিধান লঙ্ঘন করে ক্ষমতায় এসেছিল। ক্ষমতায় এসে যুবলীগ ছাত্রলীগের নেতাদের নির্মমভাবে হত্যা করেছে যাদের লাশও পাওয়া যায়নি। খালেদা জিয়া ক্ষমতায় এসে সেই ২০০১ সালে অপারেশন ক্লিন হার্টের নামে হাজার হাজার নেতাকর্মীকে হত্যা করেছে।
যারা উন্নয়ন চোখে দেখে না তারা চোখ থাকতেও অন্ধ: প্রধানমন্ত্রী
নভেম্বর ১১ ২০২২, ১৭:১৪
শুক্রবার যুবলীগের সুবর্ণজয়ন্তী উপলক্ষে ঐতিহাসিক সোহরাওয়ার্দী উদ্যানে আয়োজিত যুব মহাসমাবেশে এসব কথা বলেন প্রধানমন্ত্রী।
এসময় তিনি আরও বলেন, আওয়ামী লীগের নির্বাচনী ইশতেহার তরুণদের জন্য উৎসগ করা হয়েছে। তিনি বলেন, অনেকে আমাদের সমালোচনা করছে- উন্নয়ন নাকি চোখেই দেখে না, এখন চোখ থাকিতে যদি কেউ অন্ধ হয় তাকেতো কিছু দেখানো যায় না। কিন্তু তারাতো ডিজিটাল বাংলাদেশ ব্যবহার করছে। মোবাইল ফোন ব্যবহার করছে সবইতো আওয়ামী লীগের দেওয়া।
আওয়ামী লীগ সরকার এসে মোবাইল ফোন জনগণের হাতে তুলে দিয়েছে। ডিজিটাল ফোন আওয়ামী লীগ করেছে। সাড়ে ৮ হাজার ডিজিটাল সেন্টার আমরা করেছি। কত যুবকের কর্মসংস্থান সৃষ্টি হয়েছে।







































