বিয়ের চাপে তামান্না

জুলাই ২৩ ২০২৩, ১১:১৯

নিজস্ব প্রতিবেদক, বরিশাল: বলিউড অভিনেত্রী তামান্না ভাটিয়া ও বিজয় ভার্মার প্রেমের সম্পর্ক সবাই জানেন। সুন্দরী তামান্নাকে বিয়ে করতে চাপ দিচ্ছে বিজয়ের পরিবার।

এ প্রসঙ্গে ভারতীয় সংবাদমাধ্যমকে বিজয় বলেন, ‘আমি মারওয়াড়ি পরিবারের ছেলে, আমাদের সম্প্রদায়ে ১৬ বছর বয়স হয়ে গেলে ছেলেকে বিয়েযোগ্য মনে করা হয়।

সেখানে আমার তো বিয়ের বয়স পেরিয়ে গেছে। তার ওপর আমি আবার অভিনেতা! মা প্রায় দিনই ফোন করে জিজ্ঞেস করতে থাকেন, কবে বিয়ে করব? পুরো ব্যাপারটাই ঠেকিয়ে রেখেছি ক্যারিয়ারের দোহাই দিয়ে।’

এর আগে তামান্নাকে নিয়ে বিজয় বলেছিলেন, ‘আশা করছি এটা এখন বেশ স্পষ্ট যে, আমরা সত্যিই প্রেম করছি। আমি ভীষণ খুশি ওর সঙ্গে। প্রচুর- ভালোবাসি ওকে। আমি আমার ভিলেন যুগ শেষ করে এখন রোমান্সের যুগে ঢুকে পড়েছি।’

তবে বিয়ে নিয়ে এখনও কোনো কিছু বলেননি তামান্না। সম্প্রতি বিমানবন্দরে একসঙ্গে দেখা যায় তামান্না ভাটিয়া ও বিজয় ভার্মাকে। শুধু তাই নয়, বছরের শুরুতেই গোয়ায় বিজয়ের সঙ্গে একান্তে সময় কাটিয়েছিলেন তামান্না। আর সেই ছবি ভাইরাল হওয়ার পর থেকেই বিজয় ও তামান্নার সম্পর্কের বিষয়টি ছড়িয়ে পড়ে।

সংবাদটি শেয়ার করুন....

আমাদের ফেসবুক পাতা

আজকের আবহাওয়া

পুরাতন সংবাদ খুঁজুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১৩১৫১৬
১৯২০২১২২২৩
২৪২৫২৬২৭৩০

এক্সক্লুসিভ আরও