গ্রামীণ সড়কের বেহাল দশা, জনদুর্ভোগ চরমে
নভেম্বর ০৯ ২০২২, ২০:৩২
সংবাদদাতা,বাকেরগঞ্জ,বরিশাল।। জেলার বাকেরগঞ্জ উপজেলার পাদ্রীশিবপুর ইউনিয়নের গ্রামীণ সড়ক বেহাল দশায় পরিণত হয়েছে। পাদ্রীশিবপুর ইউনিয়নের আমুয়াছোব গ্রামীণ মাটির তৈরি একমাত্র সড়কটির মাটি উঠে গিয়ে বড় বড় গর্ত ও খানাখন্দে পরিণত হয়েছে।
সড়কটির বিভিন্ন স্থানে গাছের তৈরি সাঁকো পারাপার হয়ে চলাচল করছে কয়েকটি গ্রামের সমানুষ।
সড়কটির পাশে অবস্থিত ১৭৪ নং মোল্লাপাড়া ফারুক সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সামনে গেলে দেখা যায়, সড়কটি সমতল ভুমির সাথে মিশে গেছে। একাধিক স্থানে বড় বড় গর্তে গাছের তৈরি সাঁকো দিয়ে বিদ্যালয় এর শিক্ষার্থী ও পথচারীরা চলাচল করছে। এতে করে চরম দুর্ভোগ পোহাতে হচ্ছে কয়েক হাজার মানুষকে। তবুও সড়ক সংস্কারের কোনো উদ্যোগ নেয়নি সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।
স্থানীয় সূত্রে জানা গেছে, উপজেলার পাদ্রীশিবপুর ইউনিয়নের রঘুনাথপুর চেয়ারম্যান বাজার থেকে আমুয়াছোব হয়ে নিয়ামতি ইউনিয়নের নিয়ামতি বাজারের সাথে সংযোগ হয়েছে সড়কটি।
বর্তমানে এই সড়কটির প্রায় ৩ কিলোমিটার দিয়ে পশ্চিম রঘুনাথপুর গ্রাম সহ মোল্লা পাড়া,পাড় কান্দা,মাঝের ধরা,সাতঘর, ছাব্বিশ ঘর এলাকার হাজার হাজার মানুষ চরম দুর্ভোগে দিন কাটাচ্ছে। সড়কটি পরিণত হয়েছে মরণ ফাঁদে।
এই সড়ক দিয়ে প্রতিদিন ১৭৪ নং মোল্লাপাড়া ফারুক সরকারি প্রাথমিক বিদ্যালয় সহ রঘুনাথপুর ফকির পাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়, বাশবুনিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়, সোনার বাংলা মাধ্যমিক বিদ্যালয়, রঘুনাথপুর সালেহীয়া দাখিল মাদ্রাসা,রঘুনাথপুর দেশন্তর কাঠি মাধ্যমিক বিদ্যালয়, শাহ আলম সরকারি প্রাথমিক বিদ্যালয় শিক্ষার্থীরা চলাচল করে। এছাড়াও কয়েক হাজার মানুষের উপজেলা শহরে যাতায়াতের এটাই একমাত্র রাস্তা।
স্থানীয়রা জানান, আমরা অবহেলিত এলাকায় বসবাস করি। ১৯৯৬ সালে তৎকালীন সংসদ সদস্য মাসুদ রেজা এই সড়কটি সংস্কার করেন ও এই সড়কে কয়েকটি কালভার্ট নির্মান করেন।
এরপর দুই যুগেও আর খোঁজখবর নেয়নি কেউ। বর্ষা মৌসুমে উপজেলায় যাওয়া প্রধান সড়ক পর্যন্ত যেতে কোমর পর্যন্ত পানি থাকে এই সড়কে। মাঝে মাঝে ঘটে যায় মারাত্মক দুর্ঘটনাও। এসময়ে ছেলে মেয়েরা বিদ্যালয়ে যাতায়াত করতে পারে না।
এ কারণে দিন দিন শিক্ষা ব্যবস্থা ভেঙে পড়ছে। যুগের পর যুগ ধরে সড়কে এমন বেহাল দশা চলছে। বিশেষ করে জরুরি সেবা ও প্রসূতি মায়েদের চিকিৎসা ব্যাহত হচ্ছে।
হঠাৎ কেউ অসুস্থ হয়ে পড়লে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স নেয়ার পথে অনেক সময় সড়কের মধ্যেই মারা যায়। সড়ক দ্রুত সংস্কারের জন্য ঊর্ধ্বতন কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করেন তারা।
পাদ্রীশিবপুর ইউপি চেয়ারম্যান জাহিদ হাসান বাবু বলেন, দীর্ঘদিন ধরে সড়কে এমন বেহাল দশা চলছে। তবে রাস্তাটি সংস্কার করনের জন্য চেষ্টা চলছে।
আ/ মাহাদী







































