স্বামী মারধর করায় ফাঁস দিলো ফিরোজা

জুন ১৩ ২০২৩, ১৭:০৭

ঝালকাঠি প্রতিনিধি: ঝালকাঠির কাঠালিয়া উপজেলার আমুয়া ইউনিয়নের ঘোষের হাট গ্রামে স্বামীর মারধরের পর স্ত্রী ফিরোজা বেগম (২৭) আত্মহত্যা করেছেন।

এ ঘটনায় পুলিশ স্বামী বাশার হাওলাদারকে গ্রেফতার করেছে। মঙ্গলবার সকালে কাঠালিয়া থানা পুলিশ লাশ উদ্ধার করে ঝালকাঠি সদর হাসপাতাল মর্গে ময়না তদন্তের জন্য প্রেরণ করেছেন।

পুলিশ ও স্থানীয়রা জানান, সোমবার দুপুরে পারিবারিক কলহের জের ধরে স্বামী বাশার স্ত্রী ফিরোজাকে মারধর করে। পরে অভিমান করে রাতে ফিরোজা ঘরের আড়ার সাথে ওড়না পেচিয়ে আত্মহত্যা করে। খবর পেয়ে কাঠালিয়া থানা পুলিশ লাশ উদ্ধার করে এবং বাশারকে গ্রেফতার করেন।

কাঠালিয়া থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ শহীদুল ইসলাম জানান, স্বামীর মারধরে স্ত্রী ফিরোজা গলায় ওড়না দিয়ে আত্মহত্যা করায় স্বামীকে আটক করা হয়েছে।

ময়না তদন্তের রিপোর্ট পাওয়ার পর মৃত্যুর প্রকৃত কারন জানা যাবে। ময়নাতদন্ত শেষে পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।

এঘটনায় এখন পর্যন্ত (বিকেল সাড়ে ৪টা) কেউ অভিযোগ করেনি। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেয়া হবে বলেও জানান ওসি।

সংবাদটি শেয়ার করুন....

আমাদের ফেসবুক পাতা

আজকের আবহাওয়া

পুরাতন সংবাদ খুঁজুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১৩১৫১৬
১৯২০২১২২২৩
২৪২৫২৬২৭৩০

এক্সক্লুসিভ আরও