হাসানাত আব্দুল্লাহ’র সাথে আগৈলঝাড়ার সাংবাদিকদের মতবিনিময়
নভেম্বর ০৯ ২০২২, ০০:১১
নিজস্ব প্রতিবেদক ॥ বরিশালের আগৈলঝাড়া প্রেসক্লাব সাংবাদিকদের সাথে মঙ্গরবার দুপুরে আগৈলঝাড়া উপজেলা নির্বাহী অফিসার এর অফিস রুমে মতবিনিময় সভা করেন পার্বত্য শান্তিচুক্তি বাস্তবায়ন ও পরীবিক্ষণ কমিটির আহ্বায়ক (মন্ত্রী মর্যাদায়) ও বরিশাল-১ আসনের এমপি বীর মুক্তিযোদ্ধা আলহাজ¦ আবুল হাসানাত আবদুল্লাহ।
মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন বরিশাল জেলা আওয়ামী লীগ নেতা সেরনিয়াবাত আশিক আবদুল্লাহ, উপজেলা আওয়ামী লীগ সাধারণ সম্পাদক আবু সালেহ মো. লিটন সেরনিয়াবাত, আগৈলঝাড়া প্রেসক্লাব সভাপতি সরদার হারুন রানা, সাধারণ সম্পাদক তপন বসু, যুগ্ম-সাধারণ সম্পাদক এসএম ওমর আলী সানি, কোষাধ্যক্ষ মো.জাহিদুল ইসলাম, দপ্তর সম্পাদক পলাশ দত্ত, তথ্য ও প্রচার সম্পাদক এফএম নাজমুল ইসলাম, নির্বাহী সদস্য কে এম আজাদ রহমান, নির্বাহী সদস্য মো .সাইফুল ইসলাম, নির্বাহী সদস্য শামিমুল ইসলাম, সদস্য বরুন বাড়ৈ, স্বপন দাস, জয় রায়, রিপন বিশ্বাস, মো মনিরুজ্জামান ইসলাম, মৃদুল দাস, মো. মারুফ মোল্লা।
এসময় পার্বত্য শান্তিচুক্তি বাস্তবায়ন ও পরীবিক্ষণ কমিটির আহ্বায়ক (মন্ত্রী মর্যাদায়) ও বরিশাল-১ আসনের এমপি বীর মুক্তিযোদ্ধা আলহাজ¦ আবুল হাসানাত আবদুল্লাহ’কে ফুলেল শুভেচ্ছা জানায় আগৈলঝাড়া প্রেসক্লাব সাংবাদিকবৃন্দ। মতবিনিময় কালে এমপি আগৈলঝাড়া প্রেসক্লাবের ভবন নির্মানের খোজখবর নেয়ন। আগৈলঝাড়া প্রেসক্লাবের ভবনের অসামাপ্ত কাজ যাহাতে দ্রুত সম্পন্ন করা হয় তার জন্য অর্থবরাদ্যদেন।