বরিশালে এইচএসসির বাংলা দ্বিতীয় পত্রে বহিস্কার ২ ॥ অনুপস্থিত ৯৮৬ জন
নভেম্বর ০৮ ২০২২, ২৩:২৫
নিজস্ব প্রতিবেদক ॥ বরিশাল শিক্ষা বোর্ডে এইচএসসির বাংলা দ্বিতীয় পত্র পরীক্ষায় ২ জন পরিক্ষার্থীকে বহিষ্কার করা হয়েছে। এছাড়া এ পরীক্ষায় অনুপস্থিত ছিলো ৯৮৬ জন পরিক্ষার্থী। পরীক্ষার্থীর তুলনায় অনুপস্থিতির হার ১ দশমিক ৬১ শতাংশ। গতকাল বরিশাল বোর্ডের অধীনে এ পরীক্ষা অনুষ্ঠিত হয়।
বরিশাল শিক্ষা বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক অরুণ কুমার গাইন স্বাক্ষরিত পরীক্ষা পরবর্তী প্রদত্ত তথ্যে দেখা গেছে, অসদুপায় অবলম্বনের দায়ে ২ জন পরিক্ষার্থীকে বহিষ্কার করা হয়েছে। এরা দুজনই ভোলা জেলার পরিক্ষার্থী।
এছাড়া সব চেয়ে বেশী অনুপস্থিত বরিশাল জেলায়। এ জেলায় অনুপস্থিত পরীক্ষার্থীর সংখ্যা ২৯৩ জন। দ্বিতীয় সর্বোচ্চ অনুপস্থিত ছিলো পটুয়াখালী জেলায় ২০২ জন।