ঝালকাঠিতে পুলিশি বাধা উপক্ষে করে বিদ্যুৎ অফিসের সামনে বিএনপি

জুন ০৮ ২০২৩, ১৮:৪৫

নিজস্ব প্রতিবেদক, বরিশাল:: ঝালকাঠিতে পুলিশি বাধা উপক্ষে করে ভয়াবহ লোডশেডিং ও বিদ্যুৎখাতে দুর্নীতির প্রতিবাদ জানিয়ে বিদ্যুৎ অফিসের সামনে অবস্থান কর্মসূচি করেছে বিএনপির নেতাকর্মীরা।

বৃহস্পতিবার বেলা ১১টায় কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে ঝালকাঠি দলীয় কার্যালয় থেকে বিদ্যুৎ অফিসের সামনে অবস্থান কর্মসূচির জন্য রওনা হয় জেলা বিএনপি ও এর অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা।

পোস্ট অফিস সড়কের সামনে এলে বিএনপি নেতাকর্মীদের বাধা দেয় পুলিশ। পরে পুলিশি বাধা উপক্ষা করে নেতাকর্মীরা বিদ্যুৎ অফিসের সামনে অবস্থান করে।

এতে জেলা বিএনপির আহ্বায়ক আহ্বায়ক অ্যাডভোকেট সৈয়দ হোসেন, সদস্য সচিব অ্যাডভোকেট শাহাদাৎ হোসেনসহ দলীয় নেতাকর্মীরা অংশ নেন। এ সময় সরকার বিরোধী বিভিন্ন স্লোগান দেয় নেতাকর্মীরা।

পরে ঝালকাঠি ওয়েস্ট জোন পাওয়ার ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেডের (ওজোপাডিকো) নির্বাহী প্রকৌশলী আব্দুর রহিমের কাছে স্মারকলিপি দেয়া হয়।

সংবাদটি শেয়ার করুন....

আমাদের ফেসবুক পাতা

আজকের আবহাওয়া

পুরাতন সংবাদ খুঁজুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১৩১৫১৬
১৯২০২১২২২৩
২৪২৫২৬২৭৩০

এক্সক্লুসিভ আরও