ঝালকাঠিতে স্থানীয় সমস্যা সনাক্তকরণ কর্মশালা

জুন ০৪ ২০২৩, ১৯:৩৫

নিজস্ব প্রতিবেদক, বরিশাল: ঝালকাঠিতে স্থানীয় সমস্যা সনাক্তকরণ ও সমাধানে করণীয় বিষয়ে কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। রবিবার(৪ জুন) বিকেল ৪ টার দিকে ঝালকাঠি প্রেস ক্লাব মিলনায়তনে এ কর্মশালা অনুষ্ঠিত হয়।
ডেমোক্রেসি ইন্টারন্যাশনাল আয়োজিত এ কর্মশালায় দেশের শীর্ষস্থানীয় তিনটি রাজনৈতিক দল, সুশীল সমাজ, শিক্ষক ও শিক্ষার্থীরা অংশ নেয়।
অনুষ্ঠানে অংশ নিয়ে বক্তব্য দেন জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পদাক অ্যাডভোকেট খান সাইফুল্লা পনির, জেলা বিএনপির সদস্যসচিব অ্যাডভোকেট শাহাদাৎ হোসেন ও জেলা জাতীয় পার্টির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট আব্দুল আলিম।
এছাড়াও কর্মশালায় বিভিন্ন বিষয় নিয়ে আলোচনায় অংশ নেন ডেমোক্রেসি ইন্টারন্যাশনালের আঞ্চলিক উর্ধ্বতন ব্যবস্থাপক দিপু হাফিজুর রহমান, আওয়ামী লীগ নেত্রী হোসনেয়ারা মান্নান, উম্মে ছালমা, বিএনপি নেতা অ্যাডভোকেট মিজানুর রহমান মুবিন ও অ্যাডভোকেট আনিচুর রহমান।
কর্মশালায় স্থানীয় নানা সমস্যা চিহ্নিতকরণ এবং তা সমাধানে করণীয় বিষয় নিয়ে আলোচনা করা হয়। এসব সমস্যা সমাধানে কর্তৃপক্ষের কাছে সুপারিশমালা প্রদান করার সিদ্ধান্ত নেওয়া হয়।
সংবাদটি শেয়ার করুন....

আমাদের ফেসবুক পাতা

আজকের আবহাওয়া

পুরাতন সংবাদ খুঁজুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১৩১৫১৬
১৯২০২১২২২৩
২৪২৫২৬২৭৩০

এক্সক্লুসিভ আরও