ঝালকাঠি জেলা পুলিশের শ্রেষ্ঠ এসআই হলেন আরিফীন

মে ৩০ ২০২৩, ১৬:৪৬

নিজস্ব প্রতিবেদক, বরিশাল: ঝালকাঠি জেলার পুলিশের শ্রেষ্ঠ এসআই (উপ-পরিদর্শক) নির্বাচিত হলেন আরিফীন ইসলাম । সে জেলার সদর থানায় এসআই হিসেবে কর্মরত।

মঙ্গলবার (৩০ মে) পুলিশ সুপার মুহম্মদ আফরুজুল হক টুটুল তাকে ক্রেস্ট ও সনদপত্র প্রদান করেন।জানা যায়, সামগ্রিক কর্মতৎপরতা ও আইন-শৃঙ্খলা রক্ষা এবং অপরাধ দমনে গুরুত্বপূর্ণ অবদান রাখায় তাকে চারটি উপজেলার মধ্যে শ্রেষ্ঠ এসআই নির্বাচিত করে জেলা পুলিশ।

তার এ অভূতপূর্ব সাফল্যে বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অভিনন্দন ও শুভেচ্ছা জানিয়েছেন। এ বিষয়ে এসআই আরিফীন ইসলাম বলেন,আমাকে এপ্রিল /২০২৩ মাসের ঝালকাঠি জেলার শ্রেষ্ঠ এসআই (শ্রেষ্ঠ ওয়ারেন্ট তামিলকারী অফিসার) হিসেবে পুরস্কৃত করার জন্য পুলিশ সুপার মুহম্মদ আফরুজুল হক টুটুল স্যারকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানাচ্ছি। এখন থেকে আরও ভালো কিছু করার চেষ্টা করবো।

সংবাদটি শেয়ার করুন....

আমাদের ফেসবুক পাতা

আজকের আবহাওয়া

পুরাতন সংবাদ খুঁজুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১৩১৫১৬
১৯২০২১২২২৩
২৪২৫২৬২৭৩০

এক্সক্লুসিভ আরও