ভূমি অফিসে মানুষকে আর হয়রানি হতে হবে না: আমির হোসেন আমু

মে ২২ ২০২৩, ২১:৩৬

ঝালকাঠি, প্রতিনিধি।।  আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদের সদস্য, ১৪ দলের সমন্বয়ক ও মুখপাত্র আমির হোসেন আমু এমপি বলেছেন, ভূমি অফিসে মানুষকে আর হয়রানি হতে হবে না।
অফিসে না গিয়েই অনলাইনে ভূমি উন্নয়ন কর, ই-নামজারি, খতিয়ান সংগ্রহ, নকশা ডাউনলোড,সহ সব ধরণের সেবা পাওয়া যাবে। ভূমি আমাদের প্রধান সম্পদ, এই ভূমির ওপর ভিত্তি করে আমরা বেঁচে আছি।
সোমবার(২২ মে) ঝালকাঠি ভূমিসেবা সপ্তাহের উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। আমির হোসেন আমু বলেন, আওয়ামী লীগ সরকার যে ‘স্মার্ট বাংলাদেশ’ গড়ে তুলছে, তাতে ভূমিসংক্রান্ত সেবা পেতে আর হয়রানি হতে হবে না। ডিজিটাল বাংলাদেশ থেকে স্মার্ট বাংলাদেশে রূপান্তর করতে এই সরকার একের পর এক কাজ করে যাচ্ছেন।
ঝালকাঠির সহকারী কমিশনার (ভূমি) রিফাত আরা মৌরির সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য দেন জেলা প্রশাসক ফারাহ্ গুল নিঝুম, পুলিশ সুপার আফরুজুল হক টুটুল,জেলা পরিষদের চেয়ারম্যান ও জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট খান সাইফুল্লাহ পনির, সদর উপজেলা পরিষদ চেয়ারম্যান খান আরিফুর রহমান ও উপজেলা নির্বাহী কর্মকর্তা সাবেকুন নাহার প্রমুখ।
সংবাদটি শেয়ার করুন....

আমাদের ফেসবুক পাতা

আজকের আবহাওয়া

পুরাতন সংবাদ খুঁজুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১৩১৫১৬
১৯২০২১২২২৩
২৪২৫২৬২৭৩০

এক্সক্লুসিভ আরও