নলছিটিতে সরকারিভাবে ধান-চাল সংগ্রহ কর্মসূচির উদ্বোধন

মে ২১ ২০২৩, ১৬:৩২

নিজস্ব প্রতিবেদক, বরিশাল: ঝালকাঠির নলছিটিতে সরকারিভাবে ধান ও চাল সংগ্রহ শুরু হয়েছে। রোববার (২১ মে) সকালে এ কার্যক্রমের শুভ উদ্বোধন উপলক্ষে নলছিটি খাদ্য গুদাম কেন্দ্রে এক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে।

উপজেলা খাদ্য গুদাম সূত্রে জানা যায়, চলতি বছর উপজেলায় ৫৮০ মেট্রিক টন ধান ও ২৪৪৩ মেট্রিকটন চাল সংগ্রহের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। প্রতি কেজি ধানের মূল্য নির্ধারণ করা হয়েছে ৩০ টাকা ও প্রতি কেজি চালের মূল্য নির্ধারণ করা হয়েছে ৪৪ টাকা।

এসময় উপজেলা পরিষদ চেয়ারম্যান ও জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি বীর মুক্তিযোদ্ধা মো. সিদ্দিকুর রহমান, জেলা খাদ্য গুদামের ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. নাজমুল হোসাইন, উপজেলা খাদ্য গুদামের ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. আবদুল জব্বার, উপজেলা কৃষক লীগের সভাপতি ও কাউন্সিলর ফিরোজ আলম খান, সাধারণ সম্পাদক মো. মহসিন হাওলাদার প্রমুখ উপস্থিত ছিলেন।

 

সংবাদটি শেয়ার করুন....

আমাদের ফেসবুক পাতা

আজকের আবহাওয়া

পুরাতন সংবাদ খুঁজুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১৩১৫১৬
১৯২০২১২২২৩
২৪২৫২৬২৭৩০

এক্সক্লুসিভ আরও