ঝালকাঠিতে রিকশাভাড়া নিয়ে বিড়ম্বনা: নির্ধারণের দাবি পৌরবাসীর
মে ২০ ২০২৩, ১৩:১০
নিজস্ব প্রতিবেদক, বরিশাল: ঝালকাঠি পৌরসভায় আজও রিকশাভাড়া নির্ধারণ করা হয়নি। ফলে প্রতিদিনই রিকশাচালকদের সঙ্গে যাত্রীদের ভাড়া নিয়ে কথা কাটাকাটি, হাতাহাতি পর্যন্ত হয়।
শহরে এমন ঘটনা যেন নিয়মিতই চোখে পড়ে। কিছু রিকশাচালকের অতিরিক্ত ভাড়ার বিড়ম্বনায় পড়তে হয় শিক্ষার্থীদের। ঝালকাঠি রিকশা শ্রমিক ইউনিয়ন নেতা ও পৌর কর্তৃপক্ষের সমন্বয়ে জরুরি ভিত্তিতে ভাড়া নির্ধারণের একটি তালিকা প্রকাশ করার জন্য পৌর কর্তৃপক্ষের কাছে বিনীত অনুরোধ জানিয়েছেন পৌরবাসী।
সম্প্রতি সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে এমনই একটি পোস্ট করেছেন স্বেচ্ছাসেবী সংগঠক ও ছাত্রলীগের সাবেক নেতা মো. হাসান মাহমুদ।
পোস্টে মন্তব্য করে তিনি উল্লেখ করেন, পৌর এলাকায় রিকশাভাড়া সর্বনিম্ন ১০ থেকে সর্বোচ্চ ৪০ টাকা পর্যন্ত নির্ধারণ হওয়া উচিত। ঝালকাঠি শহর ছোট্ট হলেও যাতায়াতের জন্য পঞ্চাশটিরও বেশি পয়েন্ট রয়েছে। রিকশাভাড়া নিয়ে কোনো নিয়ম-কানুনের বালাই নাই।
রিকশাযাত্রী ও চালকদের মধ্যে ভাড়া নিয়ে বাকবিতণ্ডা এখন নৈমিত্তিক। রিকশাচালক ও যাত্রীদের মানানসই ভাড়া নির্ধারণ করে একটি তালিকা প্রকাশ করা উচিত।
মুনীর খান নামে একজন মন্তব্য করেন, এ বিষয়ে মেয়র ও জেলা চেয়ারম্যান এবং সংসদ সদস্যদের একটা মানানসই সিদ্ধান্ত নেওয়া উচিত।
সুমন তালুকদার লেখেন, এটি একটি গুরুত্বপূর্ণ বিষয়, এর একটা সমাধান হওয়া উচিত। আমরা রিকশাতে উঠতে ভয় পাই ওদের ভাড়া ও ব্যবহার দুটোই কেমন যেন।
জেলা রিকশা শ্রমিক ইউনিয়নের সভাপতি বাহারুল মাঝী জানান, অনেক বছর ধরে রিকশা শ্রমিক ইউনিয়ন অকার্যকর ছিল। এরই মধ্যে শহর অটোর দখলে চলে গেছে।
রিকশায় কেউ উঠতে চায় না। অথচ প্যাডেলচালিত রিকশা চালাতেও কষ্ট বেশি হয়। তবুও ভাড়ার প্রশ্নে একটা সমাধানের উদ্যোগ নেওয়া হবে।
পৌর প্যানেল মেয়র তরুণ কুমার কর্মকার জানান, এ ব্যাপারে আমরা পৌর কর্তৃপক্ষ এবং রিকশা শ্রমিক ইউনিয়নের সমন্বয়ে স্থানীয় শীর্ষ নেতা ও প্রশাসনকে নিয়ে সমাধানের উদ্যোগ নেব।







































