রাজাপুরে এক গ্রামের ৪০ কোরআনে হাফেজকে সংবর্ধনা

এপ্রিল ২৮ ২০২৩, ২০:৩২

ঝালকাঠি প্রতিনিধি ॥ ঝালকাঠির রাজাপুর উপজেলায় এক গ্রামের ৪০ জন কোরআনের নবীন হাফেজকে সংবর্ধনা দেওয়া হয়েছে। বুধবার (২৬ এপ্রিল) বিকেলে উপজেলার সোনারগাঁও জামিয়া ইসলামিয়া কওমি মাদরাসার আয়োজনে এ সংবর্ধনা দেওয়া হয়।

ক্বারি আবু হানিফের সভাপতিত্বে সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন রাজাপুর ফাজিল মাদরাসার সাবেক অধ্যক্ষ মাওলানা মুফতি আসাদুজ্জামান।

হাফেজ আব্দুল হালিম বোখারীর ব্যবস্থাপনায় ও আমিনুল ইসলাম এর সঞ্চালনায় অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন- সোনারগাঁও পীর সাহেবের ছোট সাহেবজাদা মাওলানা নেছার উদ্দিন, মাওলানা মোশাররফ হোসেন, মাওলানা আল আমিন দোহারী, মাওলানা আল আমিন, মাওলানা আব্দুর রহমান, আলহাজ খলিলুর রহমান, মুফতি মনির আহমেদ, মাওলানা আব্দুস সবুর, আমিনুল ইসলাম, হাফেজ আরিফ বিল্লাহ, মাওলানা মনিরুল ইসলাম। সংবর্ধনায় নবীন হাফেজদের সম্মাননা ক্রেস্ট দেওয়া হয়।

অনুষ্ঠান শেষে বিভিন্ন শিল্পী গোষ্ঠীর কণ্ঠে এক মনোজ্ঞ সাংস্কৃতিক সন্ধ্যা উপভোগ করেন আগত অতিথিসহ স্থানীয়রা।

সংবাদটি শেয়ার করুন....

আমাদের ফেসবুক পাতা

আজকের আবহাওয়া

পুরাতন সংবাদ খুঁজুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১৩১৫১৬
১৯২০২১২২২৩
২৪২৫২৬২৭৩০

এক্সক্লুসিভ আরও