ঝালকাঠিতে জোড়া খুনের ঘটনায় মামলা, মেম্বারসহ আসামি ২১

এপ্রিল ২৬ ২০২৩, ১৭:৪৪

নিজস্ব প্রতিবেদক, বরিশাল: ঝালকাঠির রাজাপুরে জোড়া খুনের ঘটনায় ইউপি সদস্য মো. সাইফুল ইসলাম লালু মৃধাসহ ২১ জনকে আসামি করে মামলা করা হয়েছে।

মঙ্গলবার (২৫ এপ্রিল) দুপুরে নিহত আব্দুর রব হাওলাদারের ছেলে মো. লিয়াকত হোসেন বাদী হয়ে রাজাপুর থানায় এ মামলা করেন।মামলার এজাহারে বাদী উল্লেখ করেছেন, তার বাবা শুক্তাগড় ইউনিয়ন পরিষদের সাবেক সদস্য আব্দুল রব হাওলাদার ও তার চাচাতো ভাই বেলায়েত হাওলাদার জগইরহাট বাজার থেকে বাড়ি ফিরছিলেন। এসময় আসামিরা তাদের কুপিয়ে হত্যা করে।

শুক্তাগড় ইউনিয়ন পরিষদের ৬নং ওয়ার্ড সদস্য সাইফুল ইসলাম লালুর (লালু মেম্বার) নির্দেশে দেশীয় অস্ত্র, ছুরি, রামদা, চাপাতি দিয়ে তাদের কুপিয়ে হত্যা করা হয়।

এদিকে, এ হত্যাকাণ্ডে এরইমধ্যে চারজনকে গ্রেফতারর করেছে পুলিশ। মঙ্গলবার দুপুরে তাদের আদালতে পাঠানো হয়। গ্রেফতাররা হলেন- মো. সজল হোসেন (২১), মো. মিজান (৪১), মো. শাহজাহান খলিফা (৪৮)। এ তিনজনের বাড়ি উপজেলার শুক্তাগড় ইউনিয়নের জগইরহাট এলাকায়। অন্যজন হলেন- খুলনার দৌলতপুর রেলগেট এলাকার মো. হাসান (২১)।

অন্যদিকে নিহতদের মরদেহের ময়নাতদন্ত শেষে পরিবারের কাছে হস্তান্তর করা হয়। মঙ্গলবার বাদ আছর জানাজার নামাজ শেষে তাদের পারিবারিক কবরস্থানে দাফন করা হয়।

রাজাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) পুলক চন্দ্র রায় বলেন, বাদীর করা এজাহার হত্যা মামলা হিসেবে রুজু করা হয়েছে। হত্যায় ব্যবহৃত একটি ছুরি উদ্ধার করেছে পুলিশ। এ মামলার চারজন আসামিকে গ্রেফতারর দেখিয়ে আদালতে পাঠানো হয়েছে। বাকি আসামিদের গ্রেফতারে অভিযান চলছে।

সংবাদটি শেয়ার করুন....

আমাদের ফেসবুক পাতা

আজকের আবহাওয়া

পুরাতন সংবাদ খুঁজুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১৩১৫১৬
১৯২০২১২২২৩
২৪২৫২৬২৭৩০

এক্সক্লুসিভ আরও