ঘোষণা দিয়েও চুরি ছাড়লেন না যুবক, ৩ মাস পর ফের ধরা

এপ্রিল ২৬ ২০২৩, ১৭:২৬

নিজস্ব প্রতিবেদক, বরিশাল: সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ভিডিওর মাধ্যমে চুরি ছাড়ার ঘোষণা দিয়েছিলেন শাহজালাল ওরফে ট্যাবা নামে এক যুবক। তিন মাস না যেতেই আবারও চুরি করতে গিয়ে জনতার হাতে আটক হয়েছেন তিনি।

মঙ্গলবার (২৫ এপ্রিল) রাতে ঝালকাঠি নলছিটি পৌরসভার সারদল গ্রামের আরআই বাড়িতে এ ঘটনা ঘটে। বিষয়টি নিয়ে ফেসবুকে বেশ হাস্যরসের সৃষ্টি হয়েছে। বিভিন্নজন নানান মন্তব্য করেছেন।

শাহজালাল উপজেলার পৌর এলাকার পূর্বমালিপুরের বাসিন্দা রুস্তম হাওলাদের ছেলে। তিনি এর আগেও বেশ কয়েকবার চুরি করতে গিয়ে ধরা খেয়েছেন বলে জানিয়েছেন স্থানীয়রা।

তিন মাসে আগে তিনি ভিডিও বার্তা দিয়ে চুরি ছাড়ার ঘোষণা দেন। ভিডিওতে দেখা যায়, শাহজালাল চুরি ছেড়ে দিয়ে ভালো হয়ে কাজ করে জীবিকা নির্বাহের কথা বলছেন।

একইসঙ্গে জেলার একটি প্রসিদ্ধ স্থানে গিয়ে বিগত দিনে চুরির জন্য অনুতপ্ত হয়ে তওবার মাধ্যমে আর চুরি না করার প্রতিশ্রুতি দেন।

প্রত্যক্ষদর্শী মিজানুর রহমান জানান, মাস তিনেক আগে সে ফেসবুকে ভিডিও বার্তা দিয়ে চুরি ছেড়ে স্বাভাবিক জীবনযাপনের প্রতিশ্রুতির বার্তা প্রচার করে।

মঙ্গলবার রাতে চুরির চেষ্টাকালে এলাকাবাসী হাতে নাতে ধরে ফেলে। পরে স্থানীয়রা উত্তমমধ্যম দিয়ে মুচলেকা রেখে ছেড়ে দেয়। বড় ঘটনা না হওয়ায় কেউ মামলার দিকে আগায়নি।

স্থানীয় পৌর কাউন্সিলর হাবিবুর রহমান টিটু বলেন, সিরাজুল ওরফে ট্যাবাকে চুরির চেষ্টাকালে স্থানীয় ধরে মারধর করে। পরে সাদা কাগজে মুচলেকা নিয়ে ছেড়ে দিয়েছে।

সে এর আগে পেশাদার চোর ছিল। মাস তিনেক আগে ফেসবুকে ভিডিওর মাধ্যমে চুরি ছেড়ে স্বাভাবিক জীবনযাপনের ওয়াদা করেও আর রাখতে পারেনি।

নলছিটি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আতাউর রহমান বলেন, চোর সন্দেহে একজনকে স্থানীয়রা ধরে মুচলেকা নিয়ে ছেড়ে দিয়েছে শুনেছি। তবে সিরাজুল নামের ওই যুবক পেশাদার চোর। অভিযোগ দিলে ব্যবস্থা নেওয়া হবে।

সংবাদটি শেয়ার করুন....

আমাদের ফেসবুক পাতা

আজকের আবহাওয়া

পুরাতন সংবাদ খুঁজুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১৩১৫১৬
১৯২০২১২২২৩
২৪২৫২৬২৭৩০

এক্সক্লুসিভ আরও