গর্ভাবস্থায় যেসব খাবার খাবেন না

নভেম্বর ০৭ ২০২২, ০০:৪৪

আজকে আমরা আমার বরিশালের স্বাস্থ্য বিভাগে আলোচনা করবো গর্ভাবস্থায় যেসব খাবার খাবেন না সে সম্পর্কে। আসুন আর দেরি না করে আজকের মূল আলোচনা শুরু করা যাক। গর্ভাবস্থায় প্রত্যেক নারীকেই পুষ্টিকর খাবার খেতে হবে।

কারণ, এ কথা মাথায় রাখতে হবে, মা যা খাবেন তা সন্তানের ওপর প্রভাব ফেলবে। তাই কিছু খাবার এড়িয়ে যাওয়া উচিত। ভারতের জীবনধারা ও স্বাস্থ্যবিষয়ক ওয়েবসাইট বোল্ডস্কাইয়ের এক প্রতিবেদনে এমন কিছু খাবারের কথা বর্ণনা করা হয়েছে, যা গর্ভাবস্থায় খাওয়া ঠিক হবে না।



তাহলে চলুন জেনে নেওয়া যাক গর্ভাবস্থায় যেসব খাবার খাবেন না

অ্যালকোহল

গর্ভাবস্থায় যদি আপনি পর্যাপ্ত অ্যালকোহল সেবন করেন, তাহলে সমস্যা দেখা দিতে পারে। ধূমপান বা অ্যালকোহল কোনোটাই এ সময় গ্রহণ করা উচিত নয়। অতিরিক্ত ডোপামিন হরমোন ক্ষরণ এই সময় বাচ্চার ক্ষতি করে। তাই অ্যালকোহল ও ধূমপানকে না বলুন।

জাঙ্ক ফুড

অন্তঃসত্ত্বা নারীদের জাঙ্ক ফুড খাওয়া উচিত নয়। আপনি যদি এ জাতীয় খাবার খাওয়ার পরে অসুস্থ হয়ে পড়েন, তবে আপনাকে ওষুধ খেতে হবে আর গর্ভে বেড়ে ওঠা শিশুর জন্য ওষুধ একেবারেই ভালো নয়। তাই স্ট্রিট ফুড, জাঙ্ক ফুড থেকে দূরে থাকাই মা ও আগত সন্তানের জন্য ভালো।

ক্যাফেইন

অনেকেরই চা বা কফি খাওয়ার প্রবণতা আছে। স্ট্রেস বা মানসিক চাপ কমাতে অনেকে এক কাপ চা বা কফি বেছে নেন। চেষ্টা করুন এই প্রবণতা কমাতে। অতিরিক্ত ক্যাফেইন শরীরে প্রবেশ করলে গর্ভপাতের সম্ভাবনা বাড়ে। এ ছাড়া কম ওজনের শিশু হওয়ার সম্ভাবনাও বেড়ে যায়। তাই ক্যাফেইন ত্যাগ করা শ্রেয়।

আমাদের সাথে যুক্ত থাকুন ফেইজবুক পেইজে এখানে ক্লিক করে।

আমার বরিশাল/ আরএইচ

সংবাদটি শেয়ার করুন....

আমাদের ফেসবুক পাতা

আজকের আবহাওয়া

পুরাতন সংবাদ খুঁজুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০৩১  

এক্সক্লুসিভ আরও