ঝালকাঠি/ স্বাধীনতা দিবসের ব্যানারে ‘স্বাধীনতা’ বানানে ভুল
মার্চ ২৬ ২০২৩, ১৫:০৭
নিজস্ব প্রতিবেদক, বরিশাল: ঝালকাঠির নলছিটিতে স্বাধীনতা দিবসের অনুষ্ঠানের অভিবাদন মঞ্চের ব্যানারের ‘স্বাধীনতা’ বানানে ভুল করা হয়েছে।
আজ রোববার উপজেলা প্রশাসনের আয়োজনে অনুষ্ঠিত প্যারেড গ্রাউন্ডে বিষয়টি সবার দৃষ্টি কাড়ে। কর্তৃপক্ষের এমন উদাসীনতায় সেখানে উপস্থিত অনেকে ক্ষোভ প্রকাশ করেছেন।
অনুষ্ঠানে উপস্থিত এইচ এম সিজার নামের এক ব্যক্তি বলেন, ‘প্রশাসন কতটা উদাসীন হলে এ রকম একটি বানান ভুল হতে পারে।
সেটাও আবার মঞ্চের সামনে টানানো মূল ব্যানার।বিষয়টা খুবই দুঃখজনক। আমরা এ রকমটা আশা করিনি। এ ব্যাপারে কর্তৃপক্ষের আরও সতর্ক হওয়া উচিত ছিল।’
এ ব্যাপারে ব্যানার তৈরির দায়িত্বে থাকা উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ের সার্টিফিকেট সহকারী রাজিব চক্রবর্তী বলেন, ‘আসলে এটা ডেকোরেটর মালিকের ভুল।’ ব্যানারের সঙ্গে ডেকোরেটর মালিকের সম্পর্ক কোথায় জানতে চাইলে তিনি কোনো সদুত্তর দিতে পারেননি।
এ ব্যাপারে নলছিটি উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) জান্নাত আরা নাহিদ বলেন, ‘বিষয়টা আমার জানা নেই। কেউ আমাকে এ ব্যাপারে কিছু জানায়নি।’
আ/ মাহাদী







































