রোহিঙ্গা নেতাকে গুলি করে হত্যা

মার্চ ০৭ ২০২৩, ১০:২৭

অনলাইন ডেস্ক :: কক্সবাজারের উখিয়ায় বালুখালী রোহিঙ্গা ক্যাম্পে গুলি করে এক রোহিঙ্গা নেতাকে হত্যা করা হয়েছে। সোমবার (৬ মার্চ) রাত সাড়ে ১২টার দিকে বালুখালী ক্যাম্প-৯-এর সি/৩ ব্লকে এ ঘটনা ঘটে। নিহত রোহিঙ্গা নেতা হলেন নুর হাবিব ওরফে ডাক্তার ওয়াক্কাস।

নিহতের পরিবারের বরাত দিয়ে উখিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ মোহাম্মদ আলী জানান, সোমবার রাতে রোহিঙ্গা নেতা নুর হাবিব ওরফে ডাক্তার ওয়াক্কাস ব্লক-সি/৩-এর মৌলভী ইয়াছিনের শেডের সামনে অবস্থান করছিলেন। এ সময় ৩০ জনের অস্ত্রধারী একটি দল এসে প্রথমে তাকে গুলি করে। এরপর তার মাথায় কুপিয়ে তাকে হত্যা করে।

তিনি জানান, পরবর্তীতে নুর হাবিবকে আইওএম হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। এ হত্যাকাণ্ডে জড়িতদের ধরতে পুলিশ কাজ করছে৷ নিহতের মরদেহ ময়নাতদন্তের জন্য সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।

আমার বরিশাল/আরএইচ

সংবাদটি শেয়ার করুন....

আমাদের ফেসবুক পাতা

আজকের আবহাওয়া

পুরাতন সংবাদ খুঁজুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১৩১৫১৬
১৯২০২১২২২৩
২৪২৫২৬২৭৩০

এক্সক্লুসিভ আরও