রোহিঙ্গা ক্যাম্পে ‘ডি’ ব্লকে আগুন

মার্চ ০৫ ২০২৩, ১৬:৪৪

অনলাইন ডেস্ক :: কক্সবাজারের উখিয়ার রোহিঙ্গা ক্যাম্পে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে ১০, ১১ ও ১২নং রোহিঙ্গা ক্যাম্পে আগুন ছড়িয়ে পড়েছে। আগুন নিয়ন্ত্রণ ফায়ার সার্ভিসের কয়েকটি ইউনিট কাজ করছে।

রোববার (৫ মার্চ) বেলা সাড়ে ৩টার দিকে ক্যাম্পের ‘ডি’ ব্লকে আগুন লাগে।

কক্সবাজার ফায়ার সার্ভিসের উপ-সহকারী পরিচালক অতীশ চাকমা বলেন, আগুন লাগার খবর পেয়ে তা নিয়ন্ত্রণে ছুটে যায় ফায়ার সার্ভিসের টিম। বাতাস বেশি থাকায় আগুন মুহূর্তেই চারপাশে ছড়িয়ে গেছে। আগুন নিয়ন্ত্রণে কাজ চলছে। তবে কোথা থেকে কীভাবে আগুনের সূত্রপাত তা এখনই বলা যাচ্ছে না।

উখিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ মোহাম্মদ আলী বলেন, আগুন নিয়ন্ত্রণে কাজ চলছে। ঘটনাস্থল থেকে লোকজন ও মালামাল সরানো হয়েছে। হতাহতের মতো কোনো ঘটনা এখনো হয়নি।

আমার বরিশাল/আরএইচ

সংবাদটি শেয়ার করুন....

আমাদের ফেসবুক পাতা

আজকের আবহাওয়া

পুরাতন সংবাদ খুঁজুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১৩১৫১৬
১৯২০২১২২২৩
২৪২৫২৬২৭৩০

এক্সক্লুসিভ আরও