মামি-ভাগিনার পরকীয়ার জেরে খুন মামা, ভাগিনা গ্রেফতার

মার্চ ০২ ২০২৩, ১০:৩৫

অনলাইন ডেস্ক :: শরীয়তপুরে মামি-ভাগিনার পরকীয়ার জেরে খুন হলেন মামা রুবেল খাঁন (২৮)। এ ঘটনায় ঘাতক ভাগিনা রাজিব গাইনকে গ্রেফতার করেছে পুলিশ।

গত ২২ ফেব্রুয়ারি মামির সঙ্গে পরকীয়ার বিষয়টি নিয়ে মামা- ভাগিনার মধ্যে বাগবিতাণ্ডার শুরু হয়। এক পর্যায়ে মামা রুবেলের পেটে ছুরি দিয়ে এলোপাতাড়ি আঘাত করেন ভাগিনা রাজিব।

এতে গুরুতর আহত অবস্থায় ঢাকার একটি হাসপাতালে নিয়ে আসা হয় রুবেলকে। চিকিৎসাধীন অবস্থায় বুধবার (০১ মার্চ) সকালে মারা যান তিনি।

নিহত রুবেল সখিপুর থানার ডি এম খালি ইউনিয়নের ওহাবঢালী কান্দি হাসু খানের ছেলে। ঘাতক ভাগিনা রাজিবের বাড়িও একই ইউনিয়নে।

বৃহস্পতিবার (০২ মার্চ) সকালে সখিপুর থানার ওসি আসাদুজ্জামান হাওলাদার এসব তথ্য নিশ্চিত করেছেন।

এ ব্যাপারে সখিপুর থানার ওসি আসাদুজ্জামান হাওলাদার বলেন, ভাগিনার ছুরির আঘাতে মামা নিহত হয়েছেন। মামির সঙ্গে ভাগিনার পরকীয়া চলছিল। নিহতের মরদেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য থানায় আনা হয়েছে। ঘাতক ভাগিনা রাজিবকে ডি এম খালি ইউনিয়নের নিজ গ্রাম থেকে আটক করা হয়েছে। এ ঘটনায় থানায় একটি হত্যা মামলা দায়েরের প্রস্তুতি চলছে।

আমার বরিশাল/আরএইচ

সংবাদটি শেয়ার করুন....

আমাদের ফেসবুক পাতা

আজকের আবহাওয়া

পুরাতন সংবাদ খুঁজুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১৩১৫১৬
১৯২০২১২২২৩
২৪২৫২৬২৭৩০

এক্সক্লুসিভ আরও